অপেক্ষায় দুই প্রান্তে দুটি মন
সময়ের কাঁটা সেকেন্ড ছুঁয়ে, মিনিট ছাড়িয়ে ঘন্টায় ।
মান-অভিমানের পালা চলে দীর্ঘক্ষণ !
একটা কলিংবেলের অপেক্ষায় দুটি মুখ
আকাশ-মেঘে গুমরে কাঁদে বুক !
কবে আসবে বৃষ্টি ভেজার সুখ ?
একসময়, কোন এক প্রান্তের সবুজ আলো নিভে যায় !
অপেক্ষায় অপর প্রান্তের সবুজ আলোটিও নেভে একবুক হতাশায় !!
আবার কখন জ্বলে ওঠবে দু-প্রান্তের সবুজ সিগন্যাল !?
একটা মিস্টি বাতাস বয়ে যাবে বন্দর থেকে বন্দরে
দূর থেকে ভেসে আসবে কোন এক নব-যাত্রার সাইরেন ধ্বনি !
দুটি মনে জেগে ওঠবে একসাথে চলা হাজার সৈন্যের প্রতিধ্বনি !
আমরা আসছি ,আমরা আসছি
খুব কাছাকাছি
খুব কাছাকাছি ।।
- - - - - - এ এফ এম বাইতুল্লা