Friday, August 30, 2019

৯৮ :: অপেক্ষায়। ::

অপেক্ষায় দুই প্রান্তে দুটি মন
সময়ের কাঁটা সেকেন্ড ছুঁয়ে, মিনিট ছাড়িয়ে ঘন্টায় ।
মান-অভিমানের পালা চলে দীর্ঘক্ষণ !
একটা কলিংবেলের অপেক্ষায় দুটি মুখ
আকাশ-মেঘে গুমরে কাঁদে বুক !
কবে আসবে বৃষ্টি ভেজার সুখ ?
একসময়, কোন এক প্রান্তের সবুজ আলো নিভে যায় !
অপেক্ষায় অপর প্রান্তের সবুজ আলোটিও নেভে একবুক হতাশায় !!
আবার কখন জ্বলে ওঠবে দু-প্রান্তের সবুজ সিগন্যাল !?
একটা মিস্টি বাতাস বয়ে যাবে বন্দর থেকে বন্দরে
দূর থেকে ভেসে আসবে কোন এক নব-যাত্রার সাইরেন ধ্বনি !
দুটি মনে জেগে ওঠবে একসাথে চলা হাজার সৈন‍্যের প্রতিধ্বনি !
আমরা আসছি ,আমরা আসছি
খুব কাছাকাছি
খুব কাছাকাছি ।।

          - - - - - - এ এফ এম বাইতুল্লা

Wednesday, August 28, 2019

৯৭। :বাবা। :

বাবা কথাটি বড্ড ছোটো , সহজে যায় বলা
বাবাই আদর্শ , প্রথম পথচলা ।
বাবাই প্রাণের সূর্য , জ্বেলে ছিল আলো
সে-আলোর পরশ পেয়ে , জীবন ধন‍্য হল ।
বাবা এক স্বর্ণ-প্রদীপ , প্রাণ-প্রদীপে আলো
বাবা মানেই জগৎ-সেরা ভালোর থেকে ভালো ।
বাবা মোদের জীবন-চরিত , স্বপ্নে মধুকর
বাবা হলেন জ্ঞান-সমুদ্রে রত্নের-আকর ।
বাবা মানেই একটা আলো ,জীবন দিশারী
বাবা হলেন জ্ঞানচক্ষু , আন্ধচোখে মণি ।
বাবা মানেই মিষ্টি-মধুর একটু দখিন হাওয়া
বাবা এলেই তাঁর কাছেতে সকল চাওয়া-পাওয়া ।
আঁধার হলে বাবার কোলে নিশ্চিন্তে ঘুম
বাবার সনে সব খানেতে আনন্দে-মরশুম ।
বৃদ্ধকালে বাবা ছেলে , ছেলে বাবা হয়
নয় বৃদ্ধাশ্রম !
হোক ছেলেই বাবার নিশ্চিন্ত আশ্রয় ।
বাবা এক নির্ভরতা , মহান বটবৃক্ষ
তাঁর শূন‍্যতায় মন মরুভূমি সম রুক্ষ !
সূর্যাস্তে !!
চাঁদের আলোয় ধরণী আলোকময়
বাবা গেলেও তাঁর আদর্শে জীবন ধন‍্য হয় ।
বাবা হলেন মাথার মণি , অদৃশ‍্য শামিয়ানা
বাবা আছেন রক্তে মিশে শরীরে তাঁর ছায়া ।
বাবা মানেই একটা আকাশ ছড়িয়ে সীমাহীন
সেবা-দানেই পুত্র পারে মেটাতে পিতার ঋণ ।।

             - - - - এ এফ এম বাইতুল্লা
                     

Tuesday, August 13, 2019

৯৬। :: শিলা যাচ্ছো কেন চলে !! ::

আকাশটা আজ গম্ভীর !
তানপুরায় বাজছে-না সঙ্গীত !
শিলা যাচ্ছো কোথায় চলে  !
জানতে হয়না-কি ইচ্ছে ?
আমার মনটা কি বলছে ??

শিলা যাচ্ছো কেন চলে !
শুধু একবার মনে হলে
আসতেই পারো ফিরে
পুরোনো পথের বাঁকে ।।

শিলা আমায় না বলে- - - -
কেন যাচ্ছো চলে ?
ইচ্ছে হলেই বাড়াতে পারো হাত
নূতন করে শুরু করবো আবার !!

শিলে আমি-কি তোমার পর ??
তুমি আসলেই- - - - - -
আবার বাঁধবো ঘর
আমায় করতে পারিস নির্ভর ।।

তবু তুমি যাচ্ছো কেন চলে !
শুধু একবার দাও বলে- - -
আমার কি অপরাধ ??
আমিও -তো  যেতে পারি বদলে !!

শিলা তবু যাচ্ছো কেন চলে !?
আমায় পুড়িয়ে হোমানলে !
শুধু একবার যাও বলে - - -
আকাশের তারাকে সাক্ষি রেখে
আমিও -তো ভালোবাসি- - - -
বড্ড তোমাকে !!

       - - - - এ.এফ.এম.বাইতুল্লা

Wednesday, August 7, 2019

৯৫। :: তোমার‌ও কি এমন হয় !? ::

প্রতিদিন ভাবি স্টিয়ারিঙ ঘুরিয়ে অন‍্যপথ ধরি 
কিন্তূ,জানিনা !কেন তা পারিনা ?
আজ ঠিক করলাম,সত‍্যিই অন‍্যপথে যাই
যেইনা পা বাড়িয়েছি----
ঠিক তখনি , তুমি হাত রাখলে কাঁধে
আমিও অবাক !
আবার‌ও ফিরে আসি চেনা রাস্তায় ।
এরকম কতবার হয়েছে দিনে-রাতে পথে-হোয়াটস্অ্যপে !
এখন মনে হয়,শুধু আমার নয় , তোমাদের‌ও ------
আমাদের প্রকাশ‍্যে-----
তোমাদের অপ্রকাশ‍্যে ।।

           এ.এফ.এম.বাইতুল্লা

Friday, August 2, 2019

৯৪ : : তুমি বলেছিলে - - - - - ! ::

হয়তো ছিলোই যাবার !
তাই বলেছিলে বার-বার
দেখা হবেই আবার !
তাই রাত গভীর হলে
স্বপ্নেরা ডানা মেলে ,
খুঁজে-ফিরি রোজ
এভাবেই রাত কাটে !
হয়ে যায় ভোর
তখন স্বপ্নে বিভোর !!

তুমি বলেছিলে একবার
নূতন সুর্য ওঠবে আবার
জীবনের অলি-গলি ফেলে
আবার কোন রাজপথে !
সেই নূতন দিনে-----
তুমিও আসবে ফিরে ,
সেই তোমার আসার-আশায়
আর চোখের তারায় -----
কত রাত যে পোহায় !
তুমিও পড়ছো ধরা
গান আর কবিতা-খাতায় !!

     - - - - - - -  এ.এফ.এম.বাইতুল্লা

Thursday, August 1, 2019

৯৩। :: অতীত ::

দেখছি তুমিও ছুটছো
তবে যেভাবে বলি,ঠিক সেভাবে নয় !
এভাবে কি সম্ভব ? হ‍্যাঁ, হয়তো কিছুটা !
তবে শীর্ষে নয় ।
কেনো জানো ?
তুমি বাইরের আলোটা জ্বালিয়েছো,
ভিতরের নয় !
বার বার বলি, বুঝতে চেষ্টা করো
এটা প্রচেষ্টা মাত্র, সাধনা নয় ।
শোনো প্রত‍্যেককে বলি---
যদি ইপ্সিত লক্ষ‍্য ছুঁতে চাও
তবে বাইরের নয় ,ভিতরের আলোটা জ্বালিও ।
দেখো, সেই আলোই তোমাকে পথ দেখাবে ।
আর অনেকটা এগিয়ে যাওয়ার পর---
পিছনের বাতি গুলোকে ভুলোনা যেন !
তারাও তোমাকে পথ চলতে আলো দিয়েছিল ।
আর যখন তুমি অনেক উপরে, সকলের লক্ষ‍্যে
ঠিক তখন, মাটিতে দাঁড়ানো ওদের ?
হেলায় ফেলোনা , ওদের‌ও মনে রেখো ---
ওরাই তো সফলতার আসল চাবি ।
আর ওই দূরে !
ভিড়ের পিছনে দাঁড়ানো একজন -----
মনে পড়বে কি ??
তখন হয়তো সব-ই অতীত !!

                   ---------- এ.এফ.এম.বাইতুল্লা

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...