Thursday, August 1, 2019

৯৩। :: অতীত ::

দেখছি তুমিও ছুটছো
তবে যেভাবে বলি,ঠিক সেভাবে নয় !
এভাবে কি সম্ভব ? হ‍্যাঁ, হয়তো কিছুটা !
তবে শীর্ষে নয় ।
কেনো জানো ?
তুমি বাইরের আলোটা জ্বালিয়েছো,
ভিতরের নয় !
বার বার বলি, বুঝতে চেষ্টা করো
এটা প্রচেষ্টা মাত্র, সাধনা নয় ।
শোনো প্রত‍্যেককে বলি---
যদি ইপ্সিত লক্ষ‍্য ছুঁতে চাও
তবে বাইরের নয় ,ভিতরের আলোটা জ্বালিও ।
দেখো, সেই আলোই তোমাকে পথ দেখাবে ।
আর অনেকটা এগিয়ে যাওয়ার পর---
পিছনের বাতি গুলোকে ভুলোনা যেন !
তারাও তোমাকে পথ চলতে আলো দিয়েছিল ।
আর যখন তুমি অনেক উপরে, সকলের লক্ষ‍্যে
ঠিক তখন, মাটিতে দাঁড়ানো ওদের ?
হেলায় ফেলোনা , ওদের‌ও মনে রেখো ---
ওরাই তো সফলতার আসল চাবি ।
আর ওই দূরে !
ভিড়ের পিছনে দাঁড়ানো একজন -----
মনে পড়বে কি ??
তখন হয়তো সব-ই অতীত !!

                   ---------- এ.এফ.এম.বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...