Friday, July 26, 2019

৯২ :: সাবধান ::

প্রত‍্যেকের পকেটে রয়েছে ছোট্ট ছোট্ট ঢিল
সেগুলো ইচ্ছেমতো ছুঁড়ে দিতে পারো।
একটি ঢিল যদি ছুঁড়ে দাও জলের বুকে
তবে সে তরঙ্গ তুলে সাড়া ফেলে জলের ভিতরে ।
আর যদি ছুঁড়ে দাও ক্ষিপ্ত জনতার মাঝে
তবে সেও ফিরবে প্রত‍্যাঘাত করতে ।
সমাজ,ধর্ম,রাজনীতি সর্বত্র-----
এক-ই নিয়ম-রীতি ।
তাই ভাবনাটা হোক-----
ছুঁড়ে দেবার আগে,পরে নয় ‌।
বিকৃতমনা কতিপয় সযত্নে পকেটে রেখেছে
এমন কিছু ঢিল !
সুবিধা আদায়ে ওরা মনের দুয়ারে দিয়েছে খিল ।
দেখো ভারতবর্ষের মানচিত্রে
অশনি-সঙ্কেত ছড়িয়ে-----
সাবধান জনগণ !
ঝড় দেখেছো ?বঁনগা-দেগঙ্গা,পানিহাটি-বিধাননগর !
ধর্ম-বর্ণ নির্বিশেষে----
ভুলি জাত-পাত, রুখে দিই ওদের কালোহাত ।
ধর্মে-কর্মে চাকরীস্থলে যে যার স্থান---
জাগুক মনুষ‍্যত্ব, বা‍ঁচুক সম্মান ।।

              ------- এ .এফ.এম. বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...