Saturday, July 20, 2019

৯০ : গুটকা :

পারিনা ! পারিনা !
আর চুপ থাকতে পারিনা !
এসব কি দেখছি ?
আমরাও বসন্ত পার করে এসেছি ।
তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম---
একপ্রকার চতুষ্পদ জাবর কাটে ।
আর এখন দুই-কুড়িতে জানছি-----
একপ্রকার দু-পেয়েও জাবর কাটে ,
শুধু ধরণের হেরফের ।
অবোধ জাবর কাটে পাচনের জন‍্য ,
এরা ! সতত ।
যত্রতত্র বমি, শ্রী-হীন পরিবেশ !!
বলি ওরে শুনছিস ?
অনুন্নত প্রাণী নিজের ভালোটা বোঝে
আর তোমরা -------??
দিনে দিনে শরীর ! পাকানো কাতাদড়ি !!
রাতে-দিনে ঘুম নেই ,
জিহ্বার স্বাদ কবেই পাত্তাড়ি গুটিয়েছে !
কলগেটের দাঁত বৈদ‍্যনাথের দন্ত মানজন !!
তবুও চলে পচ্ পচ্ , ছিঃ ! ছিঃ !
যখনি বলি, এমন একটা ভান করো -----
এখনি মুক্তি , কিন্তূ তথৈবচঃ ।
কবে ? কবে ? আর কবে মুক্তি হবে ?
কালের নাগপাশ থেকে !
এখন‌ও সময় আছে ---
পারো তোমরাই পারো ,
নিজেকে মুক্ত করতে ------
দশকে সুস্থ রাখতে ।।

        ----------- এ.এফ.এম. বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...