Monday, July 22, 2019

৯১ : তুমি চাইলেই ......

তুমি আসলেই জোয়ার আসে ------
তুমি চাইলে ভাঁটা ,
তোমার হাতে জীবনকাঠি যেমন ইচ্ছে নাচা !
তুমি আসলেই পূর্ণিমা চাঁদ আকাশভরা তারা
তুমি ভাঙলে আকাশ আঁধার,অমাবস‍্যায় ভরা ।
তোমার আশায় ভোরের আকাশ,শুকতারা জেগে রয়
তুমি এলেই ভোরের তিতির মিষ্টি কথা কয় ।
তুমি এলেই একটা সকাল নূতন করে শুরু
তোমার বিরহে রাখাল বাঁশি, বাজে বিরহ-বিধুর !
তোমার সনে দুপুর-রোদে আনন্দে ভরপুর
অপরাহ্নে তোমার মনে  মিঠেল রোদ্দূর ।
তোমার উঁকি মেঘের থেকে কানামাছির খেলা
তুমি না এলেই বাউল-মন ভাসে উদাস-ভেলা !
তুমি এলেই বাতাস ফেরে হাসি ,খুশি-খুশি
তাই তুমি ডাকলেই , এক ছুটে তোমার কাছে আসি ।
তুমি এলেই বৃষ্টি হবে, তুমি চাইলে ঝড়
তোমার হাতে জীবন-কাঠি যেমন ইচ্ছে হয় !
তুমি এলেই গোধূলিতে আকাশভরা রঙ
তুমি গেলেই আঁধার নামে, চলে আলতো-আলাপন !
তুমি আসলেই জোয়ার আসে, তুমি চাইলেই ভাঁটা
তোমার হাতে জীবন-কাঠি যেমন খুশি নাচা !!

                 -------- এ.এফ.এম. বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...