তোমার চোখেতে রাখি চোখ
ভুলি দুঃখ-কষ্ট, শোক ।
প্রত্যুষে পুবের আকাশে রয়
লাল রক্তিম আভায় পূর্ণময় ।
ভেসে ওঠা আঁখীর ভিতরে আঁখী
অনুভবে লিওনার্দো-দ্য-ভিচ্ঞি ,
রঙ তুলি নিয়ে শরীরি দরজায় ।
কম্পন ওঠে ওষ্ঠে
শিল্পীর বুকেও ওঠে ঝড়
শুরু হয় বৃষ্টি ।
দুইয়ের মিলনে নবসৃষ্টি !
এভাবেই স্রষ্টার ভিতরে সৃষ্টি ।
কে কহে
"আমি ঈশ্বরকেও জন্ম দিতে পারি " !!??
--------- এ.এফ.এম.বাইতুল্লা
No comments:
Post a Comment