Tuesday, July 2, 2019

৮৬ : দূরে গেলে দূরে নয় ....

দূরে গেলে দূরে নয় ......!
কাছে এলে কাছে নয়....!
মনপাখি  দুয়ে-একে কথা কয় ।
দূরে গেলে দূরে নয়........!
কাছে এলে কাছে নয়.....!
মন-মনে দুয়ে-একে কথা হয় ।

যদিও সে আলেয়ার আলো হয় !
ভয় নয় ! ভয় নয় !
দূরে গেলে কাছে  হয়
কাছে এসে দূরে রয়
জানোনাকি , ভালোবাসা কিসে হয় ?

দূরে গেলে দূরে নয়.......!
কাছে এলে কাছে নয়....!
মন মনের  আশ্রয়
ভালোবাসা বেঁচে রয় ।

ভালোবাসা জানি জানি
সেও বড়ো অভিমানী
নয় মন নিয়ে ছিনিমিনি ,
একে-দুয়ে  কানাকানি
চলে সেথা দিবা-নিশি ।
দূরে গেলে দূরে নয়.....!
কাছে এলে কাছে নয় ...!
--------------------------------- !
----------------------------------!

          এ.এফ.এম.বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...