Saturday, June 29, 2019

৮৫ : জিজ্ঞাসা :

রাত যতো গভীর হচ্ছে , অন্ধকারের গভীরতাও ততো বাড়ছে
আর তোমার আসার প্রত‍্যাশাও ততো বাড়ছে !
হঠাৎ ই ঘুমন্ত মাছের চোখে জ্বলে ওঠে আলো
সে আলোর পথে তোমাকে স্পষ্ট দেখি !
দুই নির্মিলিত চোখ ,অধরে স্পন্দন‌ও !
বজ্রের শিখায় জ্বলে ওঠে ,হৃদয়ে আশার আলো ।
একটার পর একটা শব্দ ছুটিয়ে দিই
পর পর ছুটতে থাকে শব্দ-লাইন ,
একটা সময় ছুটন্ত ঘোড়া p.m. থেকে a.m. এসে থামে ।
নৈতিকতার প্রশ্নে !
কে এসেছিল ?
কেন এসেছিল ??
আছে জিজ্ঞাসা যতো সব !!

     ------- এ.এফ.এম .বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...