যার কোলে তার জন্ম হলো
তারেই বলে দূর্ দূর্ ,
কেমন আমি যাই ভেসে যাই---
দ্যাখ , ফুর্ ফুর্ ফুর্ !
আকাশ কহে হেসে
কার বুকে সে ভেসে ?
মেঘ কহে উচ্ছঃস্বরে ,
এখন আমি অনেক বড়ো---
আকাশে মোর ঘর
মাটি সে-যে বড্ড নরম ---
দশ চড়েতে মুখেতে নেই-"র" ।
ক্ষণে ক্ষণে বাড়ছে ওহে ---
বাড়ছে আমার দেহ ,
বাড়তে বাড়তে একদিন তাই
তোমায় ঢেকো দেবো ।
যারা তোমায় মহান বলে ,
আসলে তারা মূরখ
আসল-কথা জানেই নাতো,
আসলে তুমি শূন্য !
আকাশ হাসে মিটমিটিয়ে --
কি- যেন কয় ফিসফিসিয়ে ?
অহঙ্কারে পূর্ণ তুমি পতন সুনিশ্চিত
বড়োর থেকে আরো বড়োর রইলো আশীষ ।
ক্রমে ক্রমে ফুলে ফেঁপে উঠলো মেঘের বুক
বাতাস তারে পাইয়ে দিলো শীতলতার সুখ ।
যক্ষুণি সে চোখ বুঁজিয়ে সুখের মত্তধামে
অমনি সে এক অলীক টানে মাটির বুকে নামে
অহঙ্কারে পতন আনে , কোনজনে না জানে !?
-------- এ এফ এম বাইতুল্লা
No comments:
Post a Comment