কবিতা ------
তুমি জানো !
কবিতা বলতে কি ?
কবিতা মানে একগাদা বই হাজার ইতিহাস
কবিতা বলতে লেখায়-গানে কবির নিরব প্রকাশ ।
কবিতা মানে মুক্ত খাঁচা উড়ন্ত এক পাখি
কবিতা বলতে কবিতার পাতায় জীবন্ত দুই আঁখি ।কবিতা মানে জ্ঞান-সমুদ্রে স্বপ্নে গাঁথা মালা
কবিতা হল সুপ্ত আগুন ধিকি ধিকি জ্বলা ।
কবিতা হল দশের ভাষা অন্ধের জ্ঞান-চোখ
কবিতা মানে প্রতিবাদ আর মিছিলে-গানে শোক ।
কবিতা হল হারানো মন আলপনা সে আঁকা
কবিতা মানেই রাত-পাখিদের সুপ্ত বাসনা ।
কবিতা হল ভিসুভিয়াস , সুপ্ত আগ্নেয়গিরি
কবিতা বলতে গোবি-সাহারায় ক্যাকটাসের ই ছবি ।
কবিতা মানে গুনগুন গান , গোপন অভিমান
কবিতা হলো ছন্দ কথায় স্বপ্নের নির্মাণ ।
কবিতায় অহিংসা , কবির এক লেখনী শক্তি
কবিতায় জটাধারী এক কবির প্রতি ভক্তি ।
কবিতায় দেখি আকাশে-মেঘে তোমার দুটি চোখ
কবিতায় সম্ভব জ্ঞান-সমুদ্রে আহ্লাদে-সম্ভোগ !
কবিতা মানে দেশের ছবি দশের ভক্তি সুর
কবিতা হলো ২৫ শে বৈশাখে ছবিতে কবিগুরু ।।
------- এ এফ এম বাইতুল্লা
No comments:
Post a Comment