সেই সেদিনের রাতে
খিল-খিলিয়ে হেসে
তুমি কি যেন বলছিলে ?
সেই হাসির-ই রেশে
মুক্ত ঝরে খসে !
আর যখনি সে---
গম্ভীর আকাশে
বুঝি ঝড়ের পূর্বাভাষ !
হঠাৎ-ই এক মোহন-বাঁশি
বাজিয়ে দিলাম ফুঁ
ঝির-ঝিরিয়ে বৃষ্টি নামে---
আকাশ গুরুগুরু ।
আর যখনি ঝড় থেমে যায়----
শান্ত নদীবুক
দুইপাড়ে দুই মোহন-বাঁশি
আনমোনা উন্মুখ !
আবার প্রাণে জোয়ার-বানে---
স্বপ্নে-জোছনায়
নদী ছোটে সাগরপানে---
মিলন-মোহনায় !!
-------- এ এফ এম বাইতুল্লা
No comments:
Post a Comment