Sunday, June 23, 2019

৮২ :সঙ্গম

সেই সেদিনের রাতে
খিল-খিলিয়ে হেসে
তুমি কি যেন বলছিলে ?
সেই হাসির-ই রেশে
মুক্ত ঝরে খসে !
আর যখনি সে---
গম্ভীর আকাশে
বুঝি ঝড়ের পূর্বাভাষ !

হঠাৎ-ই এক মোহন-বাঁশি
বাজিয়ে দিলাম ফুঁ
ঝির-ঝিরিয়ে বৃষ্টি নামে---
আকাশ গুরুগুরু ।

আর যখনি ঝড় থেমে যায়----
শান্ত নদীবুক
দুইপাড়ে দুই মোহন-বাঁশি
আনমোনা উন্মুখ !
আবার প্রাণে জোয়ার-বানে---
স্বপ্নে-জোছনায়
নদী ছোটে সাগরপানে---
মিলন-মোহনায় !!

          -------- এ এফ এম বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...