Monday, June 24, 2019

৮৩ : অবক্ষয় :

দিনের আলোয়-----
অনুভব করতে চেষ্টা করি
ওপিঠের অন্ধকারের ছবি !
যারা জ্বালালো জ্ঞানের আলো
তাদের পিছনে ফেলে ---
চ‍্যানেলে-চ‍্যানেলে বিজ্ঞাপনে
যতো নেতা-নেত্রীর মুখ আনো !
দিশেহারা জনগণ-----
ভুরি ভুরি শূন‍্য প্রতিশ্রুতি, আস্ফালন !
সময়ের স্রোতে ভাসা মানুষ
ভেঙে দেয় তিল তিল করে গড়া----
স্থাপত‍্য , নিয়ম-কানুন !
আর যারা দিয়ে গেলো, সমাজের বুকে আলো
কালিমালিপ্ত হাত -----
আজ সেদিকেই ধায় কেনো ??
জাগো জাগো জাগো
বাংলার জণগণ যতো ।।

                    ----এ এফ এম বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...