হঠাৎ-ই বিন্দুতে বিন্দু, শুভদৃষ্টি
অবলার ঠোঁটে মৃদুলা হাসি-বৃষ্টি !
মুহুর্তে তীরের বেগে সম্মোহিত দৃষ্টি
কামিনীর বুকে প্রস্ফুটিত শুভ্র-কুসুম ।
কুসুমের দু-চোখে রাখি চোখ ,
বিশ্ব-ব্রম্ভান্ড ওলট-পালট হয়ে যায়
ছুটে চলি অনন্ত থেকে অনন্তে---!
সেও গঙ্গা হয়ে যায় ---
ধীরে ধীরে অবগাহন করি সে বুকে ।
পাপ-তাপ, কাম-নির্যাস নিঃশেষিত হয়ে---
নিস্পাপ-শিশুর মতোই পুর্নজন্ম !
এক শতাব্দি থেকে আর এক শতাব্দিতে উত্তরণ ,
জরা-জীর্ণ বসন্ত ফেলে নব-বসন্তের আগমণ ।
------- এ এফ এম বাইতুল্লা
No comments:
Post a Comment