Friday, July 12, 2019

৮৯ : তোমার জন‍্য :

ভাবি তোমার কাছেতে আছি
অনুভবে তোমার চোখেতে চোখ রাখি ।
কিছু দুঃখ-কষ্ট ভুলি !
প্রতিদিন তুমি , একটু একটু করে
যতো দূরে যাও সরে
সতত তোমাকেই পাই ,জ্বলে-পুড়ে ছাই !
প্রেমের হোমানলে ।
তুমি যদি যাও ,মিশে যেতে চাও---
পদ্মায়-মেঘনায়
তোমার নাম লিখে যাই রোজ ---
আকাশে-মেঘের গায় ।

তুমি যদি চাও এনে দিতে পারি একমুঠো রোদ্দুর
তোমার জন‍্য পার হতে পারি সপ্ত-সমুদ্দুর ।
তুমি যদি চাও বৃষ্টি হবে , তবে শ্রাবণ-আকাশ হতে পারি
তুমি যদি চাও তোমার জন‍্য স্বপ্নের ঘর বাঁধি
তুমি যদি যাও, চলে যেতে চাও----
আমার সে-ঘর ভাঙি !
তবে তোমার বিহনে বিরহ হতে পারি !
তুমি যদি চাও তোমার জন‍্য আকাশ ছুঁতে পারি
তুমি যদি বলো তোমার জন‍্য নিঃস্ব হতে পারি !
তুমি যদি চাও তোমার জন‍্য হতে পারি ইতিহাস
তুমি যদি চাও তোমার জন‍্য হয়ে যাবো দেবদাস !
তুমি যদি চাও জটাধারী মেঘ,কৃষ্ণ-সরোবর
আমি তো মানুষ,দেবতা ন‌ই-----
তাই তোমার বিহনে হতে পারি যাযাবর !
তুমি যদি বলো বিদায় বন্ধু , সবটাই ছিলো মিথ‍্যে
আমি সয়ে নেবো সব , শুধু পারবোনা সেই মিথ‍্যেটা লিখতে !
তুমি যদি চাও দিতে পারি তাও মুক্তি-স্বাধীনতা
তুমি যদি বলো বিদায় বন্ধু------
আলবিদা ! আলবিদা !
তবে মানবোনা ! মানবোনা !
--------------------!!-------------!!
 
       ------------- এ.এফ.এম. বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...