Tuesday, August 13, 2019

৯৬। :: শিলা যাচ্ছো কেন চলে !! ::

আকাশটা আজ গম্ভীর !
তানপুরায় বাজছে-না সঙ্গীত !
শিলা যাচ্ছো কোথায় চলে  !
জানতে হয়না-কি ইচ্ছে ?
আমার মনটা কি বলছে ??

শিলা যাচ্ছো কেন চলে !
শুধু একবার মনে হলে
আসতেই পারো ফিরে
পুরোনো পথের বাঁকে ।।

শিলা আমায় না বলে- - - -
কেন যাচ্ছো চলে ?
ইচ্ছে হলেই বাড়াতে পারো হাত
নূতন করে শুরু করবো আবার !!

শিলে আমি-কি তোমার পর ??
তুমি আসলেই- - - - - -
আবার বাঁধবো ঘর
আমায় করতে পারিস নির্ভর ।।

তবু তুমি যাচ্ছো কেন চলে !
শুধু একবার দাও বলে- - -
আমার কি অপরাধ ??
আমিও -তো  যেতে পারি বদলে !!

শিলা তবু যাচ্ছো কেন চলে !?
আমায় পুড়িয়ে হোমানলে !
শুধু একবার যাও বলে - - -
আকাশের তারাকে সাক্ষি রেখে
আমিও -তো ভালোবাসি- - - -
বড্ড তোমাকে !!

       - - - - এ.এফ.এম.বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...