বাবা কথাটি বড্ড ছোটো , সহজে যায় বলা
বাবাই আদর্শ , প্রথম পথচলা ।
বাবাই প্রাণের সূর্য , জ্বেলে ছিল আলো
সে-আলোর পরশ পেয়ে , জীবন ধন্য হল ।
বাবা এক স্বর্ণ-প্রদীপ , প্রাণ-প্রদীপে আলো
বাবা মানেই জগৎ-সেরা ভালোর থেকে ভালো ।
বাবা মোদের জীবন-চরিত , স্বপ্নে মধুকর
বাবা হলেন জ্ঞান-সমুদ্রে রত্নের-আকর ।
বাবা মানেই একটা আলো ,জীবন দিশারী
বাবা হলেন জ্ঞানচক্ষু , আন্ধচোখে মণি ।
বাবা মানেই মিষ্টি-মধুর একটু দখিন হাওয়া
বাবা এলেই তাঁর কাছেতে সকল চাওয়া-পাওয়া ।
আঁধার হলে বাবার কোলে নিশ্চিন্তে ঘুম
বাবার সনে সব খানেতে আনন্দে-মরশুম ।
বৃদ্ধকালে বাবা ছেলে , ছেলে বাবা হয়
নয় বৃদ্ধাশ্রম !
হোক ছেলেই বাবার নিশ্চিন্ত আশ্রয় ।
বাবা এক নির্ভরতা , মহান বটবৃক্ষ
তাঁর শূন্যতায় মন মরুভূমি সম রুক্ষ !
সূর্যাস্তে !!
চাঁদের আলোয় ধরণী আলোকময়
বাবা গেলেও তাঁর আদর্শে জীবন ধন্য হয় ।
বাবা হলেন মাথার মণি , অদৃশ্য শামিয়ানা
বাবা আছেন রক্তে মিশে শরীরে তাঁর ছায়া ।
বাবা মানেই একটা আকাশ ছড়িয়ে সীমাহীন
সেবা-দানেই পুত্র পারে মেটাতে পিতার ঋণ ।।
- - - - এ এফ এম বাইতুল্লা
No comments:
Post a Comment