Friday, August 2, 2019

৯৪ : : তুমি বলেছিলে - - - - - ! ::

হয়তো ছিলোই যাবার !
তাই বলেছিলে বার-বার
দেখা হবেই আবার !
তাই রাত গভীর হলে
স্বপ্নেরা ডানা মেলে ,
খুঁজে-ফিরি রোজ
এভাবেই রাত কাটে !
হয়ে যায় ভোর
তখন স্বপ্নে বিভোর !!

তুমি বলেছিলে একবার
নূতন সুর্য ওঠবে আবার
জীবনের অলি-গলি ফেলে
আবার কোন রাজপথে !
সেই নূতন দিনে-----
তুমিও আসবে ফিরে ,
সেই তোমার আসার-আশায়
আর চোখের তারায় -----
কত রাত যে পোহায় !
তুমিও পড়ছো ধরা
গান আর কবিতা-খাতায় !!

     - - - - - - -  এ.এফ.এম.বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...