Monday, September 30, 2019

১০৪ : : হেনা তুমি কি আসবেনা ??

ছোট্ট ছোট্ট কথা আর মিষ্টি হাওয়ায়
আবেগের পাখা আজ মেলছে ডানায়
হিজিবিজি উড়ো-চিঠি আর কত কথা
আমাদের সেই প্রথম দেখা - ---!!

সেই আকাশের বুকে আজ মেঘ !
তাই ক্রমশঃ বাড়ছে উদ্বেগ !!
পালেতে ব‌ইছে এক উদাসী হাওয়া
হেনা তাই তুমি কি আসবেনা ??

সেই নদীর বুকেতে আজ ঢেউ !
বুঝি তোমাকে ডাকছে অন‍্যকেহ !!
হেনা তাই তুমি কি শুনছো না ?
হেনা তুমি কি আসবে না !?

রাত হয়েছে অনেক টা গভীর !
তবুও এখন জেগেই আবীর !!
হেনা কেন তুমি দূর-সুদূরে ??
এই দেশটা আমার জানা
হেনা কেন তুমি ফিরবে না ??

কেহ কি করেছে মানা ?
আমি ও এঁকেছি তোমাকে আল্পনায়
সেকথা কি তুমি জাননা ??
হেনা তুমি কি আসবেনা ?
হেনা সত‍্যিই কি তুমি ফিরবে না !?

             - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ৩০/০৯/২০১৯

Friday, September 27, 2019

১০৩ : : আগুন : :

কোথাও লেগেছে আগুন !!
কিভাবে আগুন টা নেভে , সেটাই ভাবুন ।
কোথাও জ্বলছে আগুন !!
সমস্বরে বলছো ভাগুন ভাগুন
আমি বলি থামুন থামুন
সঠিক-টা জানুন
না-হয় আর একটু ভাবুন ।
আমরা জানি - - -
কিছু ঘটছে মানি ।
ম‍্যাসেনঞ্জার-ওয়াট্স‌অ্যপে ঘুরছে ছবি
না-বুঝে শেয়ার তক্ষুনি
এটাই কি সমাধানের পথ ??

কোথাও জ্বলছে আগুন !!
আমরা চাই শান্তি ফিরে আসুক
চাইনা সেই আগুনে বাকী দেশটা জ্বলুক !!

যদি হন  দায়িত্বশীল ভারত-মাতার একজন
তবে  মূখের স্বর্গে নয় !
সঠিক জানুন, ভাবুন- - -
তারপর না-হয় - - - !!

            - -   - এ এফ এম বাইতুল্লা
                           ২৬/০৯/২০১৯

Tuesday, September 24, 2019

১০২ :: ইতিহাস ::

তখন ১৯৯৮ সাল
আর আজ ২০১৯
মাঝে কেটে গেছে ২১টা বছর !
আজকাল আর পাইনা তোমার খবর ।
প্রতিদিন তোমায় একটু একটু করে পড়ি
রাজপথ, চেনা-অচেনা গলি ।
পড়তে পড়তে কত রাত হয়েছে ভোর
তবুও ভুলিনি তোমাকে দেওয়া শপথ ।
এখন‌ও শেষ পৃষ্টায় পৌঁছানো সম্ভব হয়নি !
কখনও পৃষ্টা উল্টাতে উল্টাতে স্বর্ণযুগে পোঁছে গেছি ।
না , আমি শাহজাহান ন‌ই
অষ্টম আশ্চর্যের কিছু গড়ার সাধ‍্য আমার নেই !
একটা যমুনা রয়েছে বটে, তবে তার জল‌ও শুখিয়েছে কবে !
একটা মহল না হলেও আছে ছোট্ট একটা ঘর
যেখানে জ‍্যোৎস্নার প্লাবন খেলা করেনা
শুধু আরশি দিয়ে তার আগমন সম্ভব ।
মন-যমুনায় রোজ জোয়ার আসে
তুমি জানোনা ??
সেই জোয়ারে রোজ তোমাকে হাসাই-কাঁদাই
নিজেও ভাসি - - -!
আর এক আকাশ স্বপ্ন দেখি
তোমার-আমার
গড়া আর ভাঙার !!

               - - - - এ এফ এম।বাইতুল্লা
                               ২৪/০৯/২০১৯

Saturday, September 21, 2019

১০১ :: রোজনামচা ::

আমি যদি সূর্য হ‌ই , তুমি হ‌ও  চাঁদ
দূরে থেকেও আলোর মায়ায় বাঁধবো তোমায়।
সংসারে আসা-যাওয়া চলে নিরন্তর
তুমি আছো ,আমি আছি অন্তরে -অন্তর ।
দিনান্তে কাজের পরে অপরাহ্নে বাড়ি
জাননা , প্রেম-বিরহে আড়ি ??
ভোর না হতেই কাজের তাড়া - --
আজ হোকনা একটু দেরী !
দুজনে আজ গান হয়ে যাই - - -
গানে প্রভাত-ফেরী ।।

আস্তে-ধীরে কহে শশী - --
মধ‍্যাহ্নে আলোয়-প্রভা বড্ড ব‍্যস্ত তুমি !
তখন আমি বিরহে-জ্বালায় মুখ লুকিয়ে রাখি ।
অপরাহ্নে ক্লান্ত শরীর , বাড়ী ফেরার পথে
আমিও তখন ফিরে আসি তোমায় পাব বলে ।
পূর্ণিমাতে তোমার আলোয় আমিও আলোকিত
তোমার গুণে আমার রূপে জগৎ চমকিত ।
জোৎস্না-রাতে প্রেম পিরিতে আমিও হাবুডুবু
মিলন শেষে প্রভাতফেরী আবার নূতন করে শুরু ।
এমনি করে প্রত‍্যহ রাত জোগাই তোমায় - - -
বাঁচার রসদটুকু ।।

                - - - - এ এফ এম বাইতুল্লা
                              ২১/০৯/২০১৯

Saturday, September 14, 2019

১০০:: স্বাধীনতা ::

বস্তির এক ঘুপছি ঘরে ওদের বাস ।ওদের সঙ্গে ওদের খাঁচায় আছে একজোড়া সাদা পায়রা ।সকাল না হতেই দিদি তপুকে ঘুম থেকে জাগিয়ে বলে, ওঠ, জানিসনে আজ স্বাধীনেতা ? লজেন্স-বিস্কিট আনতে যাবিনে ? ছোট্ট তপু দিদিকে জিগায়, স্বাধীনেতা কী দিদি ? লজেন্স-বিস্কিট ?? দিদি তপুকে বলে, ঐ যে ঐ দ‍্যাখ ,আকাশে উড়ে যায় ওরা , ঐ তো স্বাধীনেতা ।ছোট্ট তপু দিদিকে বলে তবে মা-বাবা ওরাও স্বাধীন !?কাল রাতে তুই যে বললি ওরাও আকাশে আছে !তবে ওরা আর আসে না কেন ??দিদি তল পায়না ছোট্ট তপুকে কি বলবে ! হঠাৎ দিদি হাট করে দরজা খুলে ফেলে আর তপুকে নিয়ে বেরিয়ে আসে খোলা আকাশের নীচে, তখন ঝলমলে সূর্যালোক আকাশে পরিযায়ীরা মেলেছে ডানা ।দিদি পায়রার খাঁচাটিকেও বাইরে আনে আর খুলে দেয় খাঁচার দরজা , সাদা পায়রা দুটিও মেলে দেয় ডানা আনন্দে দূর-দিগন্তে । সূর্যের আলোয় ঝকঝক করছে ওদের ডানা ।ছোট্ট তপুও আনন্দে আটখানা ।দিদি ভাইকে জিগায় বুঝলি স্বাধীনেতা ??একসময় দূরে দূরে ছোট্ট হতে হতে পায়রা দুটি দৃষ্টির আড়ালে চলে যায় ! ছোট্ট তপু একদৃষ্টে তাকিয়ে থাকে খোলা আসমানের দিকে ।দিদি অতি ধীরে ভাইকে বলে ওরা আর ফিরবে না ! মা-বাবাও আর আসবে না !!

                   এ এফ এম বাইতুল্লা
                         ১৫/০৮/২০১৯০

Thursday, September 12, 2019

৯৯ :: জীবন স্রোতে ::

একটা কিছু প্রতিক্ষায় জেগে আছে নদী
এখন সে ঋতুমতী ।
জোয়ারে ফেনায় ফেনায় - - -
ভোররাত্রে এলো তুফান ,
ঝোড়ো হাওয়ায় নেচে উঠলো নদীর বুক
এক কাঙ্খিত পার্থিব সুখ ।

জলের ভিতরে ঢেউয়ের ভেঙে পড়ার শব্দে
মাতাল তখন নদী
দু দিকেই ঢেউ ভীষণ রকম
প্রকৃতির বুকে তুফানের আত্মসমর্পণ ।
ক্রমে শান্ত হয় নদীর বুক
এক আকাশ প্রাপ্তিসুখ ।

প্রভাতে পাখির গান
জীবনের জয়গান
প্রবাহমান জীবন-স্রোত ।।

           - - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ১২/০৯/২০১৯

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...