Thursday, September 12, 2019

৯৯ :: জীবন স্রোতে ::

একটা কিছু প্রতিক্ষায় জেগে আছে নদী
এখন সে ঋতুমতী ।
জোয়ারে ফেনায় ফেনায় - - -
ভোররাত্রে এলো তুফান ,
ঝোড়ো হাওয়ায় নেচে উঠলো নদীর বুক
এক কাঙ্খিত পার্থিব সুখ ।

জলের ভিতরে ঢেউয়ের ভেঙে পড়ার শব্দে
মাতাল তখন নদী
দু দিকেই ঢেউ ভীষণ রকম
প্রকৃতির বুকে তুফানের আত্মসমর্পণ ।
ক্রমে শান্ত হয় নদীর বুক
এক আকাশ প্রাপ্তিসুখ ।

প্রভাতে পাখির গান
জীবনের জয়গান
প্রবাহমান জীবন-স্রোত ।।

           - - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ১২/০৯/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...