Tuesday, September 24, 2019

১০২ :: ইতিহাস ::

তখন ১৯৯৮ সাল
আর আজ ২০১৯
মাঝে কেটে গেছে ২১টা বছর !
আজকাল আর পাইনা তোমার খবর ।
প্রতিদিন তোমায় একটু একটু করে পড়ি
রাজপথ, চেনা-অচেনা গলি ।
পড়তে পড়তে কত রাত হয়েছে ভোর
তবুও ভুলিনি তোমাকে দেওয়া শপথ ।
এখন‌ও শেষ পৃষ্টায় পৌঁছানো সম্ভব হয়নি !
কখনও পৃষ্টা উল্টাতে উল্টাতে স্বর্ণযুগে পোঁছে গেছি ।
না , আমি শাহজাহান ন‌ই
অষ্টম আশ্চর্যের কিছু গড়ার সাধ‍্য আমার নেই !
একটা যমুনা রয়েছে বটে, তবে তার জল‌ও শুখিয়েছে কবে !
একটা মহল না হলেও আছে ছোট্ট একটা ঘর
যেখানে জ‍্যোৎস্নার প্লাবন খেলা করেনা
শুধু আরশি দিয়ে তার আগমন সম্ভব ।
মন-যমুনায় রোজ জোয়ার আসে
তুমি জানোনা ??
সেই জোয়ারে রোজ তোমাকে হাসাই-কাঁদাই
নিজেও ভাসি - - -!
আর এক আকাশ স্বপ্ন দেখি
তোমার-আমার
গড়া আর ভাঙার !!

               - - - - এ এফ এম।বাইতুল্লা
                               ২৪/০৯/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...