আমি যদি সূর্য হই , তুমি হও চাঁদ
দূরে থেকেও আলোর মায়ায় বাঁধবো তোমায়।
সংসারে আসা-যাওয়া চলে নিরন্তর
তুমি আছো ,আমি আছি অন্তরে -অন্তর ।
দিনান্তে কাজের পরে অপরাহ্নে বাড়ি
জাননা , প্রেম-বিরহে আড়ি ??
ভোর না হতেই কাজের তাড়া - --
আজ হোকনা একটু দেরী !
দুজনে আজ গান হয়ে যাই - - -
গানে প্রভাত-ফেরী ।।
আস্তে-ধীরে কহে শশী - --
মধ্যাহ্নে আলোয়-প্রভা বড্ড ব্যস্ত তুমি !
তখন আমি বিরহে-জ্বালায় মুখ লুকিয়ে রাখি ।
অপরাহ্নে ক্লান্ত শরীর , বাড়ী ফেরার পথে
আমিও তখন ফিরে আসি তোমায় পাব বলে ।
পূর্ণিমাতে তোমার আলোয় আমিও আলোকিত
তোমার গুণে আমার রূপে জগৎ চমকিত ।
জোৎস্না-রাতে প্রেম পিরিতে আমিও হাবুডুবু
মিলন শেষে প্রভাতফেরী আবার নূতন করে শুরু ।
এমনি করে প্রত্যহ রাত জোগাই তোমায় - - -
বাঁচার রসদটুকু ।।
- - - - এ এফ এম বাইতুল্লা
২১/০৯/২০১৯
No comments:
Post a Comment