বস্তির এক ঘুপছি ঘরে ওদের বাস ।ওদের সঙ্গে ওদের খাঁচায় আছে একজোড়া সাদা পায়রা ।সকাল না হতেই দিদি তপুকে ঘুম থেকে জাগিয়ে বলে, ওঠ, জানিসনে আজ স্বাধীনেতা ? লজেন্স-বিস্কিট আনতে যাবিনে ? ছোট্ট তপু দিদিকে জিগায়, স্বাধীনেতা কী দিদি ? লজেন্স-বিস্কিট ?? দিদি তপুকে বলে, ঐ যে ঐ দ্যাখ ,আকাশে উড়ে যায় ওরা , ঐ তো স্বাধীনেতা ।ছোট্ট তপু দিদিকে বলে তবে মা-বাবা ওরাও স্বাধীন !?কাল রাতে তুই যে বললি ওরাও আকাশে আছে !তবে ওরা আর আসে না কেন ??দিদি তল পায়না ছোট্ট তপুকে কি বলবে ! হঠাৎ দিদি হাট করে দরজা খুলে ফেলে আর তপুকে নিয়ে বেরিয়ে আসে খোলা আকাশের নীচে, তখন ঝলমলে সূর্যালোক আকাশে পরিযায়ীরা মেলেছে ডানা ।দিদি পায়রার খাঁচাটিকেও বাইরে আনে আর খুলে দেয় খাঁচার দরজা , সাদা পায়রা দুটিও মেলে দেয় ডানা আনন্দে দূর-দিগন্তে । সূর্যের আলোয় ঝকঝক করছে ওদের ডানা ।ছোট্ট তপুও আনন্দে আটখানা ।দিদি ভাইকে জিগায় বুঝলি স্বাধীনেতা ??একসময় দূরে দূরে ছোট্ট হতে হতে পায়রা দুটি দৃষ্টির আড়ালে চলে যায় ! ছোট্ট তপু একদৃষ্টে তাকিয়ে থাকে খোলা আসমানের দিকে ।দিদি অতি ধীরে ভাইকে বলে ওরা আর ফিরবে না ! মা-বাবাও আর আসবে না !!
এ এফ এম বাইতুল্লা
১৫/০৮/২০১৯০
No comments:
Post a Comment