Friday, February 14, 2020

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে
সূর্যাস্তে !
রক্তিম আভায় আকাশ
বিহঙ্গেরা ফিরিছে বাসায়
ডানা মেলি উদ্ধাকাশ ।
এ কার বিদায়ের পূর্বাভাস !?
যাবার আগে তার বার্তা আসে
আবার আসিব ফিরে গ্ৰাম বাংলায়
ধূলিমাটি ঘাসফুল, রঙতুলি ভালোবেসে ।।
              এ এফ এম বাইতুল্লা

Tuesday, February 11, 2020

১১৫ :: জ্ঞানের আলোয়

কারোর জন্য কেউ থেমে থাকে না
কারোর জন্য প্রকৃতির নিয়ম ফের হয়না ।
প্রতিদিন একটু একটু করে গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেছো ,
এগিয়ে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, সভ্যতা
তবুও মন ইতিহাস ছুঁতে চায় অগত্যা !
স্মৃতির পাতায় খোঁজে ফেরে সুখ দুখের গৌরব গাঁথা,
একটা শিশুগাছ বাড়তে বাড়তে চায় আকাশ ছুঁতে
তখন-ই বোঝে আকাশের সাপেক্ষে অতি ক্ষুদ্র সে ।
তাই অহংকার নয়,
ক্ষুদ্র অণু পরমাণুর রয়েছে অপরিসীম শক্তি
শিশু মন জ্ঞানের আলোয় পাক দীপ্তি ।
যা জগৎ আলো করে
যা এগিয়ে দেয় এক যুগকে অসম্ভব সম্ভাবনার দিকে,
এসো সক্বলে সেই আলোর সন্ধান করি ।।Nb

            এ এফ এম বাইতুল্লা


Tuesday, February 4, 2020

১১৪। তপস্যার ফল

সমভূমির নরম মাটিতে দাঁড়িয়ে সে
গায়ে তার সোঁদা মাটির গন্ধ ভাসে ।
একদৃষ্টে তাকিয়ে উত্তরের জানালায়
অপার সৌন্দর্য নিয়ে জন্ম উত্তরের কন্যার।
শ্বেত-শুভ্র বসন , সূর্যের সোনালী আলোয় অপরূপা ।
পায়ে তার নূপুরের নিক্বন 
এখন মাটির মন বড়ই উন্মন।
বিস্তর ব্যবধান ! কি তার সমাধান ?
সে হাঁটুগেড়ে বসেছে মাটির আসনে।
গভীর ধ্যানে মগ্ন উত্তরের অপেক্ষায়!
যেনো কোন ধ্যানমগ্ন কবি সূর্যতপে 
কবে শীতঘুম ভেঙে বসন্ত আসবে ??
একসময় বসন্ত এলো আর সূর্য জ্বলে উঠলো তেজে
ধ্যানমগ্ন কবির কপালেও জ্বলে উঠলো আলো
উত্তরের বরফ ও গলতে শুরু করলো
ঝর্ণার স্পন্দন ‌‌‌‌‌ও জেগে উঠলো বরফ কন্যার ভিতরে
কি করে ধরে রাখবে নিজেকে ,সমোচ্চশীলতার নিয়ম ভঙ্গ করে ?
গভীর ধ্যানে মগ্ন কবি
ঝর্ণা কে আসতেই হবে তার কাছে হলেও ধীরগতি ।।
             এ এবং এম বাইতুল্লা


Tuesday, November 26, 2019

১১৩ :: বিসর্জন

দাঁড়িয়ে জলের কাছাকাছি
শান্ত-স্ফটিক জল ডাকছে
তার কাছে ,
একটু মৃদুমন্দ বাতাস ; ছুঁয়ে গেল
আমিও অভিভূত !
ইচ্ছে ,অন্তত একবার জলের কাছে যাই ।
পা রাখলাম জলের কাছে
এক শিহরণ পা থেকে মাথায় ।
ইচ্ছে আর একটু এগিয়ে যাই
এবার হাঁটু পর্যন্ত নামলাম ,
এবার‌ও অনন্য অনুভূতি !
ইচ্ছে এবার একটু পরখ করে দেখি
অন্তত গলা-বুক,মুখ ডোবানোর আগে ।
উষ্ণ-হাত দুটি বাড়ালাম জলের দিকে
এক বিপরীত সত্তা , শীতল জলের ছোঁয়া !
চমকে উঠলাম ,সম্বিত ফিরল
উঠে এলাম জল ছেড়ে, দীর্ঘনিঃশ্বাসে !
যেমন আগমনীর পূর্বে , বিসর্জনের সুর বাজে !!

            - - -এ এফ এম বাইতুল্লা
                        ২৭/১১/২০১৯

Thursday, October 31, 2019

১১২ ::: সম্পর্ক

দুই মেরুতে দু-জন
মান-অভিমানের সুপ্ত জীবন !
প্রশ্নেরা আঁকি-বুকি কাটে - - -
স্মরণ না মরণ ??
মানস-সরোবরে , খুঁজে-ফেরে সন্ধানী-মন
আমরণ !!
হয়নি আইনের স্বীকৃতি
তাতে কি !?
মন-তো বাঁধা মানেনা ;
যেমন পদ্ম-পাতায় গড়িয়ে পড়ে জল
বড্ড নালুক দুটি মন !!

               এ এফ এম বাইতুল্লা
                      ৩১/১০/২০১৯

Wednesday, October 30, 2019

১১১। ::: কলঙ্ক

আঁধারের বুক চীরে জ্বলে ওঠে আলো
সে আলোর গায়েও লেগে কলঙ্ক কেন ?
কলঙ্ক নয় কলঙ্ক নয় কল্কাবতী সে - - -
কষ্টগুলো কল্কা আঁকায় আল্পনা সে আঁকে ।
গভীর রাতে আঁধার বুকে জ্বেলে দিতে আলো
জোৎস্না-আলো ছড়িয়ে দিয়ে কষ্ট বহে গেল ।

            এ এফ এম বাইতুল্লা
                   ৩০/১০/২০১৯

Saturday, October 19, 2019

১১০ : : Add-ফ্রেন্ড

লেন্সে ভেসে ওঠে মুখ
সোয়াইপে আঙুল ,
পর পর আসতে থাকে,
যুবক-যুবতী,পৌঢ়,বৃদ্ধ লুক ।
সন্ধানী-মন খোঁজ করে যখন
কাচের দেয়ালে আনমোন !
একটা মুখ ;
এক-সময় মোহভঙ্গ !
আঁধার সরে ফরসা-আলোয়
নির্ঘুম চোখে নেমে আসে ঘুম !!

                 এ এফ এম বাইতুল্লা
                         ২০/১০/২০১৯

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...