Saturday, June 29, 2019

৮৫ : জিজ্ঞাসা :

রাত যতো গভীর হচ্ছে , অন্ধকারের গভীরতাও ততো বাড়ছে
আর তোমার আসার প্রত‍্যাশাও ততো বাড়ছে !
হঠাৎ ই ঘুমন্ত মাছের চোখে জ্বলে ওঠে আলো
সে আলোর পথে তোমাকে স্পষ্ট দেখি !
দুই নির্মিলিত চোখ ,অধরে স্পন্দন‌ও !
বজ্রের শিখায় জ্বলে ওঠে ,হৃদয়ে আশার আলো ।
একটার পর একটা শব্দ ছুটিয়ে দিই
পর পর ছুটতে থাকে শব্দ-লাইন ,
একটা সময় ছুটন্ত ঘোড়া p.m. থেকে a.m. এসে থামে ।
নৈতিকতার প্রশ্নে !
কে এসেছিল ?
কেন এসেছিল ??
আছে জিজ্ঞাসা যতো সব !!

     ------- এ.এফ.এম .বাইতুল্লা

Thursday, June 27, 2019

৮৪ :অহঙ্কারের পতন :

যার কোলে তার জন্ম হলো
তারেই বলে দূর্ দূর্ ,
কেমন আমি যাই ভেসে যাই---
দ‍্যাখ , ফুর্ ফুর্ ফুর্ !
আকাশ কহে হেসে
কার বুকে সে ভেসে ?
মেঘ কহে উচ্ছঃস্বরে ,
এখন আমি অনেক বড়ো---
আকাশে মোর ঘর
মাটি সে-যে বড্ড নরম ---
দশ চড়েতে মুখেতে নেই-"র" ।
ক্ষণে ক্ষণে বাড়ছে ওহে ---
বাড়ছে আমার দেহ ,
বাড়তে বাড়তে একদিন তাই
তোমায় ঢেকো দেবো ।
যারা তোমায় মহান বলে ,
আসলে তারা মূরখ
আসল-কথা জানেই নাতো,
আসলে তুমি শূন‍্য !
আকাশ হাসে মিটমিটিয়ে --
কি- যেন কয় ফিসফিসিয়ে ?
অহঙ্কারে পূর্ণ তুমি পতন সুনিশ্চিত
বড়োর থেকে আরো বড়োর র‌ইলো আশীষ ।
ক্রমে ক্রমে ফুলে ফেঁপে উঠলো মেঘের বুক
বাতাস তারে পাইয়ে দিলো শীতলতার সুখ ।
যক্ষুণি সে চোখ বুঁজিয়ে সুখের মত্তধামে
অমনি সে এক অলীক টানে মাটির বুকে নামে
অহঙ্কারে পতন আনে , কোনজনে না জানে !?

          --------  এ এফ এম বাইতুল্লা

Monday, June 24, 2019

৮৩ : অবক্ষয় :

দিনের আলোয়-----
অনুভব করতে চেষ্টা করি
ওপিঠের অন্ধকারের ছবি !
যারা জ্বালালো জ্ঞানের আলো
তাদের পিছনে ফেলে ---
চ‍্যানেলে-চ‍্যানেলে বিজ্ঞাপনে
যতো নেতা-নেত্রীর মুখ আনো !
দিশেহারা জনগণ-----
ভুরি ভুরি শূন‍্য প্রতিশ্রুতি, আস্ফালন !
সময়ের স্রোতে ভাসা মানুষ
ভেঙে দেয় তিল তিল করে গড়া----
স্থাপত‍্য , নিয়ম-কানুন !
আর যারা দিয়ে গেলো, সমাজের বুকে আলো
কালিমালিপ্ত হাত -----
আজ সেদিকেই ধায় কেনো ??
জাগো জাগো জাগো
বাংলার জণগণ যতো ।।

                    ----এ এফ এম বাইতুল্লা

Sunday, June 23, 2019

৮২ :সঙ্গম

সেই সেদিনের রাতে
খিল-খিলিয়ে হেসে
তুমি কি যেন বলছিলে ?
সেই হাসির-ই রেশে
মুক্ত ঝরে খসে !
আর যখনি সে---
গম্ভীর আকাশে
বুঝি ঝড়ের পূর্বাভাষ !

হঠাৎ-ই এক মোহন-বাঁশি
বাজিয়ে দিলাম ফুঁ
ঝির-ঝিরিয়ে বৃষ্টি নামে---
আকাশ গুরুগুরু ।

আর যখনি ঝড় থেমে যায়----
শান্ত নদীবুক
দুইপাড়ে দুই মোহন-বাঁশি
আনমোনা উন্মুখ !
আবার প্রাণে জোয়ার-বানে---
স্বপ্নে-জোছনায়
নদী ছোটে সাগরপানে---
মিলন-মোহনায় !!

          -------- এ এফ এম বাইতুল্লা

Saturday, June 22, 2019

৮১ : : পুর্নজন্ম :

হঠাৎ-ই বিন্দুতে বিন্দু, শুভদৃষ্টি
অবলার ঠোঁটে মৃদুলা হাসি-বৃষ্টি !
মুহুর্তে তীরের বেগে সম্মোহিত দৃষ্টি
কামিনীর বুকে প্রস্ফুটিত শুভ্র-কুসুম ।
কুসুমের দু-চোখে রাখি চোখ ,
বিশ্ব-ব্রম্ভান্ড ওলট-পালট হয়ে যায়
ছুটে চলি অনন্ত থেকে অনন্তে---!
সেও গঙ্গা হয়ে যায় ---
ধীরে ধীরে অবগাহন করি সে বুকে ।
পাপ-তাপ, কাম-নির্যাস নিঃশেষিত হয়ে---
নিস্পাপ-শিশুর মতোই পুর্নজন্ম !
এক শতাব্দি থেকে আর এক শতাব্দিতে উত্তরণ ,
জরা-জীর্ণ বসন্ত ফেলে নব-বসন্তের আগমণ  ।

           ------- এ এফ এম বাইতুল্লা

Thursday, June 20, 2019

৮০ : : কবি-প্রণাম

কবিতা ------
তুমি জানো !
কবিতা বলতে কি ?
কবিতা মানে একগাদা ব‌ই হাজার ইতিহাস
কবিতা বলতে লেখায়-গানে কবির নিরব প্রকাশ ।
কবিতা মানে মুক্ত খাঁচা উড়ন্ত এক পাখি
কবিতা বলতে কবিতার পাতায় জীবন্ত দুই আঁখি ।কবিতা মানে জ্ঞান-সমুদ্রে স্বপ্নে গাঁথা মালা
কবিতা হল সুপ্ত আগুন ধিকি ধিকি জ্বলা ।
কবিতা হল দশের ভাষা অন্ধের জ্ঞান-চোখ
কবিতা মানে প্রতিবাদ আর মিছিলে-গানে শোক ।
কবিতা হল হারানো মন আলপনা সে আঁকা
কবিতা মানেই রাত-পাখিদের সুপ্ত বাসনা ।
কবিতা হল ভিসুভিয়াস , সুপ্ত আগ্নেয়গিরি
কবিতা বলতে গোবি-সাহারায় ক‍্যাকটাসের ই ছবি ।
কবিতা মানে গুনগুন গান , গোপন অভিমান
কবিতা হলো ছন্দ কথায় স্বপ্নের নির্মাণ ।
কবিতায় অহিংসা , কবির এক লেখনী শক্তি
কবিতায় জটাধারী এক কবির প্রতি ভক্তি ।
কবিতায় দেখি আকাশে-মেঘে তোমার দুটি চোখ
কবিতায় সম্ভব জ্ঞান-সমুদ্রে আহ্লাদে-সম্ভোগ !
কবিতা মানে দেশের ছবি দশের ভক্তি সুর
কবিতা হলো ২৫ শে বৈশাখে ছবিতে কবিগুরু ।।

              ------- এ এফ এম বাইতুল্লা

Monday, June 17, 2019

৭৯ : : অনলাইন প্রেম

বেশ রাত হয়েছে ----
তুমি অনলাইন এখনো !
তবে নীরব কেনো ?
মনে হয়  এপ্রান্তে আমি
আর অন‍্যপ্রান্তে অন্তর্যামি !
এখন কোন সময় জানো-কি ??
ঢিল ছোঁড়ার সময় পেরিয়েছে
আর শালিখ-কবুতর------
শিষ দেয়াও ভুলেছে !
তুমি কি জানো ?
চিঠি আর ডানা মেলেনা !
চাহনিতে আর তাই সুখ-প্রেম ঝরেনা !
এখন শুধুই সেই সুখ
দু-প্রান্তে অপেক্ষায় দুটি মুখ !!

              -------- এ এফ এম বাইতুল্লা

Friday, June 14, 2019

৭৮ : : সত‍্যিই কি আসবে তুমি !!

কি জানি আজ হলো !
তোমায় খুঁজি কেনো ?
ওরে মেঘলারে তোর আকাশ
তুই অমন কেন তাকাস !?

ক্ষণিক চুপে, মেঘ বললো আসি
বললেম ,আমায় সঙ্গে নিয়ে যাবি ?
মেঘ বললো চল্---
তবে, ভালো-বাসবি বল্ !

মেঘ বললো, আষাঢ় মাসে আদুরে হাওয়ায়
আতরপানি নিয়া
ডাক পাড়বো আসিস কিন্তূ
শুনবোনাকো মানা !

মেঘের উপর মেঘ
মন হারানোর দেশ
মেঘের উপর আকাশ
আকাশ মোহে বাতাস
তোর ভিতরে মোর
নিরব-নিবিড় প্রকাশ ।

যখন মেঘ ছুঁইবে আকাশ
আর আকাশ ছুঁয়ে মন
ঠিক তখনি ডাক পাড়বো
মোর বাড়িতে তোমার নিমন্ত্রণ ।

আকাশ কহে মেঘ
কোথারে তোর ঘর !
মেঘ বলে বাতাস আমার ভর
ভালোবাসার সাগর পেলে ----
সেথায় ঝরোঝর্ ।

চমকে আকাশ ডাকে আয়
বৃষ্টি হয়ে ঝরি আমরা দুজনায়।
মেঘের মনে আশা ,বাতাসে ফেরে ভাষা !
শাওনে হবো বৃষ্টি, নব নব সৃষ্টি !

শরৎ মেঘে যখন সে রূপবতী ডাগর
তখন আমি অতলান্ত সাগর
আমার বুকে তোমার ছায়া
কেমন খেলবে সারাক্ষণ !

পূর্ণিমাতে মিলন তিথি
তোমার-আমার খেলা
আমার মনু তোমার পানে
কেমন মেলে দেবে ডানা !

তোর ভিতরে আমি
আর আমার ভিতর তুমি
তোমার-আমার আসা-যাওয়া--
নিত‍্য-নিরবধি ।

ঐদিকে কোন পাহাড় ডাকে মেঘ
আয় ,আমার বুকে ঝর
ঝরনা-ধারায় জনম্ নেবে
সত‍্য-শিবম্ -সুন্দরম্ ।

হঠাৎ করেই লক্ষ‍্য গেলো চলে
চোখেতে চোখ রেখে, বললেম
চোখের পাতায় কালি কেন !
কি হয়েছে রে ??

তুই বললি ঢের হয়েছে , ওসব কথা ছাড়
আমার সঙ্গে যাবি ,পাহাড়-বন----
আর জংলা নদীর পাড় ?

চলনা এখন আমার সনে
বন-পাহাড়ি পথে
ঝরনায় ঝরনা হয়ে ঝরে
মাথা ছুঁয়ে কপাল হয়ে
ছোঁবো ফুলের ঠোঁট
আতরপানি হয়ে আমি
ধোয়াবো পরশ-পাথর ।

বেশ বলেছিস , চল তবে যাই
হাওয়ার সনে মাতি
সময় বেশি নেই
বুঝি পোহালো সোহাগ-রাতি !

এমনি করেই কাটলোগো দিন
ফুরালো কত রাত !
সত‍্যিই কি আসবে তুমি
সাজাতে গৃহবাস ??

            ----------- এ এফ এম বাইতুল্লা

Thursday, June 6, 2019

৭৭ : : রঙ

চারিদিকে আজ রঙের নেশায় মেতেছে আকাশ-বাতাস
আমার আকাশে এসেছে বসন্ত , ফুটেছে শিমূল-পলাশ।
সেই আকাশের ভেসে যাওয়া রঙ, ছুঁয়েছে তোমার আকাশ
ঐ রঙে রঙ মেখো ,রামধনু রঙে তোমার গগনে আমার প্রকাশ ।
শরীরে ছোঁয়ায় দেইনা সে রঙ , দিইনা তোমায় ছুঁয়ে
হৃদয়ে-ভাষায় দেই সেই রঙ , তোমার আকাশে
ছড়িয়ে ।
শরীরে-ভাষায় দেবোনা সে রঙ , যাইনা সীমানা পেরিয়ে
হৃদয়ের মাঝে আছে যতো রঙ, আজ দেই তোমার আকাশে উড়িয়ে ।।
             
              ---------- এ এফ এম বাইতুল্লা

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...