Friday, July 26, 2019

৯২ :: সাবধান ::

প্রত‍্যেকের পকেটে রয়েছে ছোট্ট ছোট্ট ঢিল
সেগুলো ইচ্ছেমতো ছুঁড়ে দিতে পারো।
একটি ঢিল যদি ছুঁড়ে দাও জলের বুকে
তবে সে তরঙ্গ তুলে সাড়া ফেলে জলের ভিতরে ।
আর যদি ছুঁড়ে দাও ক্ষিপ্ত জনতার মাঝে
তবে সেও ফিরবে প্রত‍্যাঘাত করতে ।
সমাজ,ধর্ম,রাজনীতি সর্বত্র-----
এক-ই নিয়ম-রীতি ।
তাই ভাবনাটা হোক-----
ছুঁড়ে দেবার আগে,পরে নয় ‌।
বিকৃতমনা কতিপয় সযত্নে পকেটে রেখেছে
এমন কিছু ঢিল !
সুবিধা আদায়ে ওরা মনের দুয়ারে দিয়েছে খিল ।
দেখো ভারতবর্ষের মানচিত্রে
অশনি-সঙ্কেত ছড়িয়ে-----
সাবধান জনগণ !
ঝড় দেখেছো ?বঁনগা-দেগঙ্গা,পানিহাটি-বিধাননগর !
ধর্ম-বর্ণ নির্বিশেষে----
ভুলি জাত-পাত, রুখে দিই ওদের কালোহাত ।
ধর্মে-কর্মে চাকরীস্থলে যে যার স্থান---
জাগুক মনুষ‍্যত্ব, বা‍ঁচুক সম্মান ।।

              ------- এ .এফ.এম. বাইতুল্লা

Monday, July 22, 2019

৯১ : তুমি চাইলেই ......

তুমি আসলেই জোয়ার আসে ------
তুমি চাইলে ভাঁটা ,
তোমার হাতে জীবনকাঠি যেমন ইচ্ছে নাচা !
তুমি আসলেই পূর্ণিমা চাঁদ আকাশভরা তারা
তুমি ভাঙলে আকাশ আঁধার,অমাবস‍্যায় ভরা ।
তোমার আশায় ভোরের আকাশ,শুকতারা জেগে রয়
তুমি এলেই ভোরের তিতির মিষ্টি কথা কয় ।
তুমি এলেই একটা সকাল নূতন করে শুরু
তোমার বিরহে রাখাল বাঁশি, বাজে বিরহ-বিধুর !
তোমার সনে দুপুর-রোদে আনন্দে ভরপুর
অপরাহ্নে তোমার মনে  মিঠেল রোদ্দূর ।
তোমার উঁকি মেঘের থেকে কানামাছির খেলা
তুমি না এলেই বাউল-মন ভাসে উদাস-ভেলা !
তুমি এলেই বাতাস ফেরে হাসি ,খুশি-খুশি
তাই তুমি ডাকলেই , এক ছুটে তোমার কাছে আসি ।
তুমি এলেই বৃষ্টি হবে, তুমি চাইলে ঝড়
তোমার হাতে জীবন-কাঠি যেমন ইচ্ছে হয় !
তুমি এলেই গোধূলিতে আকাশভরা রঙ
তুমি গেলেই আঁধার নামে, চলে আলতো-আলাপন !
তুমি আসলেই জোয়ার আসে, তুমি চাইলেই ভাঁটা
তোমার হাতে জীবন-কাঠি যেমন খুশি নাচা !!

                 -------- এ.এফ.এম. বাইতুল্লা

Saturday, July 20, 2019

৯০ : গুটকা :

পারিনা ! পারিনা !
আর চুপ থাকতে পারিনা !
এসব কি দেখছি ?
আমরাও বসন্ত পার করে এসেছি ।
তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম---
একপ্রকার চতুষ্পদ জাবর কাটে ।
আর এখন দুই-কুড়িতে জানছি-----
একপ্রকার দু-পেয়েও জাবর কাটে ,
শুধু ধরণের হেরফের ।
অবোধ জাবর কাটে পাচনের জন‍্য ,
এরা ! সতত ।
যত্রতত্র বমি, শ্রী-হীন পরিবেশ !!
বলি ওরে শুনছিস ?
অনুন্নত প্রাণী নিজের ভালোটা বোঝে
আর তোমরা -------??
দিনে দিনে শরীর ! পাকানো কাতাদড়ি !!
রাতে-দিনে ঘুম নেই ,
জিহ্বার স্বাদ কবেই পাত্তাড়ি গুটিয়েছে !
কলগেটের দাঁত বৈদ‍্যনাথের দন্ত মানজন !!
তবুও চলে পচ্ পচ্ , ছিঃ ! ছিঃ !
যখনি বলি, এমন একটা ভান করো -----
এখনি মুক্তি , কিন্তূ তথৈবচঃ ।
কবে ? কবে ? আর কবে মুক্তি হবে ?
কালের নাগপাশ থেকে !
এখন‌ও সময় আছে ---
পারো তোমরাই পারো ,
নিজেকে মুক্ত করতে ------
দশকে সুস্থ রাখতে ।।

        ----------- এ.এফ.এম. বাইতুল্লা

Friday, July 12, 2019

৮৯ : তোমার জন‍্য :

ভাবি তোমার কাছেতে আছি
অনুভবে তোমার চোখেতে চোখ রাখি ।
কিছু দুঃখ-কষ্ট ভুলি !
প্রতিদিন তুমি , একটু একটু করে
যতো দূরে যাও সরে
সতত তোমাকেই পাই ,জ্বলে-পুড়ে ছাই !
প্রেমের হোমানলে ।
তুমি যদি যাও ,মিশে যেতে চাও---
পদ্মায়-মেঘনায়
তোমার নাম লিখে যাই রোজ ---
আকাশে-মেঘের গায় ।

তুমি যদি চাও এনে দিতে পারি একমুঠো রোদ্দুর
তোমার জন‍্য পার হতে পারি সপ্ত-সমুদ্দুর ।
তুমি যদি চাও বৃষ্টি হবে , তবে শ্রাবণ-আকাশ হতে পারি
তুমি যদি চাও তোমার জন‍্য স্বপ্নের ঘর বাঁধি
তুমি যদি যাও, চলে যেতে চাও----
আমার সে-ঘর ভাঙি !
তবে তোমার বিহনে বিরহ হতে পারি !
তুমি যদি চাও তোমার জন‍্য আকাশ ছুঁতে পারি
তুমি যদি বলো তোমার জন‍্য নিঃস্ব হতে পারি !
তুমি যদি চাও তোমার জন‍্য হতে পারি ইতিহাস
তুমি যদি চাও তোমার জন‍্য হয়ে যাবো দেবদাস !
তুমি যদি চাও জটাধারী মেঘ,কৃষ্ণ-সরোবর
আমি তো মানুষ,দেবতা ন‌ই-----
তাই তোমার বিহনে হতে পারি যাযাবর !
তুমি যদি বলো বিদায় বন্ধু , সবটাই ছিলো মিথ‍্যে
আমি সয়ে নেবো সব , শুধু পারবোনা সেই মিথ‍্যেটা লিখতে !
তুমি যদি চাও দিতে পারি তাও মুক্তি-স্বাধীনতা
তুমি যদি বলো বিদায় বন্ধু------
আলবিদা ! আলবিদা !
তবে মানবোনা ! মানবোনা !
--------------------!!-------------!!
 
       ------------- এ.এফ.এম. বাইতুল্লা

Monday, July 8, 2019

৮৮ :: আবেশ ::

একজনকে খুঁজছি
কাকে ?
তোমাকে !
কেনো ?
বলবোনা তো !
বেশ তবে যাই ---
গুডবাই ।
আরে-আরে, শোনো -শোনো
বলো , যা বলার বলো
কেমন আছো ?
ভালো ,
আর মনের আকাশ !
বোঝার নেইকো অবকাশ
বেশ !
একটু স্মৃতি , একটু আবেশ !!

              ----------- এ .এফ.এম. বাইতুল্লা

Wednesday, July 3, 2019

৮৭ : ঈশ্বরকেও জন্ম দিতে পারি !!

তোমার চোখেতে রাখি চোখ
ভুলি দুঃখ-কষ্ট, শোক ।
প্রত‍্যুষে পুবের আকাশে রয়
লাল রক্তিম আভায় পূর্ণময় ।
ভেসে ওঠা আঁখীর ভিতরে আঁখী
অনুভবে লিওনার্দো-দ‍্য-ভিচ্ঞি ,
রঙ তুলি নিয়ে শরীরি দরজায় ।
কম্পন ওঠে ওষ্ঠে
শিল্পীর বুকেও ওঠে ঝড়
শুরু হয় বৃষ্টি ।
দুইয়ের মিলনে নবসৃষ্টি !
এভাবেই স্রষ্টার ভিতরে সৃষ্টি ।
কে কহে
"আমি ঈশ্বরকেও জন্ম দিতে পারি " !!??

              --------- এ.এফ.এম.বাইতুল্লা

Tuesday, July 2, 2019

৮৬ : দূরে গেলে দূরে নয় ....

দূরে গেলে দূরে নয় ......!
কাছে এলে কাছে নয়....!
মনপাখি  দুয়ে-একে কথা কয় ।
দূরে গেলে দূরে নয়........!
কাছে এলে কাছে নয়.....!
মন-মনে দুয়ে-একে কথা হয় ।

যদিও সে আলেয়ার আলো হয় !
ভয় নয় ! ভয় নয় !
দূরে গেলে কাছে  হয়
কাছে এসে দূরে রয়
জানোনাকি , ভালোবাসা কিসে হয় ?

দূরে গেলে দূরে নয়.......!
কাছে এলে কাছে নয়....!
মন মনের  আশ্রয়
ভালোবাসা বেঁচে রয় ।

ভালোবাসা জানি জানি
সেও বড়ো অভিমানী
নয় মন নিয়ে ছিনিমিনি ,
একে-দুয়ে  কানাকানি
চলে সেথা দিবা-নিশি ।
দূরে গেলে দূরে নয়.....!
কাছে এলে কাছে নয় ...!
--------------------------------- !
----------------------------------!

          এ.এফ.এম.বাইতুল্লা

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...