Thursday, October 31, 2019

১১২ ::: সম্পর্ক

দুই মেরুতে দু-জন
মান-অভিমানের সুপ্ত জীবন !
প্রশ্নেরা আঁকি-বুকি কাটে - - -
স্মরণ না মরণ ??
মানস-সরোবরে , খুঁজে-ফেরে সন্ধানী-মন
আমরণ !!
হয়নি আইনের স্বীকৃতি
তাতে কি !?
মন-তো বাঁধা মানেনা ;
যেমন পদ্ম-পাতায় গড়িয়ে পড়ে জল
বড্ড নালুক দুটি মন !!

               এ এফ এম বাইতুল্লা
                      ৩১/১০/২০১৯

Wednesday, October 30, 2019

১১১। ::: কলঙ্ক

আঁধারের বুক চীরে জ্বলে ওঠে আলো
সে আলোর গায়েও লেগে কলঙ্ক কেন ?
কলঙ্ক নয় কলঙ্ক নয় কল্কাবতী সে - - -
কষ্টগুলো কল্কা আঁকায় আল্পনা সে আঁকে ।
গভীর রাতে আঁধার বুকে জ্বেলে দিতে আলো
জোৎস্না-আলো ছড়িয়ে দিয়ে কষ্ট বহে গেল ।

            এ এফ এম বাইতুল্লা
                   ৩০/১০/২০১৯

Saturday, October 19, 2019

১১০ : : Add-ফ্রেন্ড

লেন্সে ভেসে ওঠে মুখ
সোয়াইপে আঙুল ,
পর পর আসতে থাকে,
যুবক-যুবতী,পৌঢ়,বৃদ্ধ লুক ।
সন্ধানী-মন খোঁজ করে যখন
কাচের দেয়ালে আনমোন !
একটা মুখ ;
এক-সময় মোহভঙ্গ !
আঁধার সরে ফরসা-আলোয়
নির্ঘুম চোখে নেমে আসে ঘুম !!

                 এ এফ এম বাইতুল্লা
                         ২০/১০/২০১৯

Monday, October 7, 2019

১০৯ : : কে আছে ??

ক্রমশঃ রাত গভীর হয়, চোখ বুঁজে র‌ই
বিছানায় ছটফট করে একটা অবুঝ মন !
মাথার মধ‍্যে গিজগিজ করে হাজার প্রশ্ন
কে দেবে সদুত্তর ?
ইচ্ছে গুলো কেমন বদলে যাচ্ছে ,
ভেসে যাচ্ছি অন্য জগতে !
কে আছে  , ধরে রাখতে পারে  আমাকে ?
কে পারে  ফিরিয়ে দিতে পার্থিব ইচ্ছে গুলোকে ?
কে আছে  ?
ফিরিয়ে দিতে পারে আমার আমাকে !!

               - - - এ এফ এম বাইতুল্লা
                              ০৮/১০/২০১৯

১০৮ : : অনুভব

তুমি নেই , অথচ আছো
দূরে কিংবা কাছে ।
দূরে রহো ,পাছে ধরা পড়ো
সেই ভয়ে ??

           - - -এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Sunday, October 6, 2019

১০৭ : : দেখা হয় ,কথা নয় !

একটা যন্ত্র নিয়ে খেলা করছি
শুধু আমি ন‌ই , ছোট-বড় সক্কলে ।
বিশ্বায়ন !
দুনিয়াটা হাতের মুঠোয় নেবার চেষ্টা করছি
অথচ , মন ঘরকুনো ব‍্যাঙ !
ভাবছ কেন বলছি ?
যেমন ধর , আমরা রোজ যাই মাঠ,ঘাট,অফিস, বাজার
পরিচিত কে পেলে দু-দন্ড কথা বলি;মনটা জুড়ায় ।
আর এখন যন্ত্রের-স্ক্রিন-এ রোজ দেখা হয়
তোমার সাথে আমার আর আমার সাথে তোমার
অ্যকটিভ স্ট্যাটাস দেখলে ইচ্ছে হয় আলাপ-চারিতার।
কিন্তু ইনবক্সে পৌঁছেই মনে পড়ে অনেকের-ই সাবধান বাণী !
বন্ধু করেছি মানে ইনবক্সে কথা নয় - - -
থামিয়ে দেয় একটা ভয় !!
রোজ আসি , রোজ দেখা হয়
অথচ কথা নয় ।
যন্ত্রে লম্বা হয়েছে বন্ধুত্বের হাত
কোথাও জমাট বাঁধছে অন্ধকার !
কিভাবে সম্ভব এর সৎকার ??

         - - - এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Saturday, October 5, 2019

১০৬ : :প্রয়োজন না বন্ধন !? : :

অনেকদিন ধরে হাঁটছে দুজন
একে অপরকে খুব প্রয়োজন ।
গল্পে-গানে ,রসিকতায়, উন্মোন দুটিমন
মিষ্টি জলে নোনা জলের মিশ্রণ
একে-অপরকে ,সত‍্যিই খুব প্রয়োজন ।
হঠাৎই একদিন জানতে ঈচ্ছুক একটি মন
কতটা দৃঢ় বন্ধুত্বের বন্ধন !?
প্রতিদিন টোকা মনের দরজায় - - -
আজ প্রথম একটু আঘাত !
প্রশ্নবাণে ফিরে আসে প্রত‍্যাঘাত !!
কে তুমি ? কি চাও !?
ভেঙে যায় মন, বন্ধুত্বের বন্ধন !
ফিরতি মন বলে আনমোন
দরজা যেখানে বন্ধ - - -
আলো সেখানে কিভাবে প্রবেশ করবে !?

                 এ এফ এম বাইতুল্লা
                          ০৬/১০/২০১৯

Friday, October 4, 2019

১০৫ : : আবাহন : :

ক্লান্ত-শরীর ছড়িয়ে বিছানার উপর
তারপর ?
ঘুমের মধ্যে জেগে মন !
একজন ।
তন্দ্রায় খোঁজ চলে তার
কার ?
ক্রমে রাত গভীর ,আকাশে আবীর !
মধ‍্যাহ্নে কৃষ্ণচূড়া ;
মনে পড়ে কি তোড়া ??
ক্রমে অপরাহ্নে বেলা
মনের ভিতরে মন ,মত্তলীলা ;
আবীরে আবির ছোঁয়ায় গোধূলিবেলা ।।

              - - -  - - এ এফ এম বাইতুল্লা
                               ০৫/১০/২০১৯

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...