শূন্য মানে শূন্যতা নয় ,শূন্য অনেক দামী
শূন্য মাঝেই প্রদীপ জ্বালে নক্ষত্ররাজী ।
শূন্য মানে শূন্যতা নয় ,শূন্য অনেক দামী
শূন্য মনেই ভেসে ওঠে ,স্বপ্ন সারি সারি ।
শূন্য থেকেই শুরু জেনো,জীবন-মরণ ভেলা,
শূন্য মাঝেই ঘটছে দেখো ,প্রভুর লীলাখেলা ।
শূন্য ভেবে যারে তোরা করিস অবহেলা ,
তার মাঝেতেই পাবি খুঁজে সৃষ্টি-নাশের খেলা ।
জীবন মানে হয় যদি গো যোগের রাশিফল ,
মরণে তা শূন্য হয়েই জ্বলছে চিতার পর ।
শূন্য হ্নদয় শূন্য তো নয় ,স্বপ্ন ভরা আঁখি
স্বপ্নডানা মেলে সেথা বদ্ধ খাঁচার পাখি ।।
পাপ-পূর্ণে হয় যদিগো স্বগ-নরক বাস ,
সৎ কর্মে দাও না গড়ে জীবন ইতিহাস ।
শরীর জেনো তোমার তো নয় ,ঈশ্বরেরি দান
শূন্যসম হবে ক্ষত পুড়ে যে ছাই - শ্মশান ।
জীবনস্রোত উথলে ওঠে জোয়ারেরি টানে
স্বপ্নসম ভাঙে সেও ,ভাঙে ভাঁটার টানে ।
অনেক নামি-দামীগাড়ি ,বসত-বাটি যার
অসৎ কর্মে পূর্ণ যদি ,হয়গো জীবন তার
মন ভাবনায় মনের দেশে ,সে যে বড়ই অসহায় !!
ভাবছে গুপী চুপি চুপি পরবো টুপি আরবভূমি
হবো পগারপার ,
কিয়ামতে বেহেশত নয় !
জাহান্নামই সার !!
প্রেম জোয়ারে ভাসতে যদি
ভাসতে তুমি চাও ,
মনের সকল অহং ছেড়ে
যাওগো ভেসে যাও ------------
তার মাঝেতেই পাবে খুঁজে
ঈশ্বরেরি নাও ।
যাওগো ভেসে যাও !!
--------------এ এফ এম বাইতুল্লা
০১/০৮/২০১৮