Monday, July 30, 2018

০৫. শূন‍্য


শূন‍্য মানে শূন‍্যতা নয় ,শূন‍্য অনেক দামী
শূন‍্য মাঝেই  প্রদীপ জ্বালে নক্ষত্ররাজী ।
শূন‍্য মানে শূন‍্যতা নয় ,শূন‍্য অনেক দামী
শূন‍্য মনেই ভেসে ওঠে ,স্বপ্ন সারি সারি ।
শূন‍্য থেকেই শুরু জেনো,জীবন-মরণ  ভেলা,
শূন‍্য মাঝেই ঘটছে  দেখো ,প্রভুর লীলাখেলা ।
শূন‍্য ভেবে যারে তোরা করিস অবহেলা ,
তার মাঝেতেই পাবি খুঁজে সৃষ্টি-নাশের খেলা ।
জীবন মানে হয় যদি গো যোগের রাশিফল ,
মরণে তা শূন‍্য হয়েই জ্বলছে চিতার পর ।
শূন‍্য হ্নদয় শূন‍্য তো নয় ,স্বপ্ন ভরা আঁখি
স্বপ্নডানা মেলে সেথা বদ্ধ খাঁচার পাখি ।।

পাপ-পূর্ণে হয় যদিগো  স্বগ-নরক বাস ,
সৎ কর্মে দাও না গড়ে  জীবন ইতিহাস ।
শরীর জেনো তোমার তো নয় ,ঈশ্বরেরি দান
শূন‍্যসম হবে ক্ষত পুড়ে যে ছাই - শ্মশান ।
জীবনস্রোত‌ উথলে ওঠে জোয়ারেরি টানে
স্বপ্নসম ভাঙে সেও ,ভাঙে ভাঁটার টানে ।
অনেক নামি-দামীগাড়ি ,বসত-বাটি যার
অসৎ কর্মে পূর্ণ যদি ,হয়গো জীবন তার
মন ভাবনায়  মনের দেশে ,সে যে বড়‌ই অসহায় !!

ভাবছে গুপী চুপি চুপি পরবো টুপি আরবভূমি
হবো পগারপার ,
কিয়ামতে বেহেশত নয় !
জাহান্নাম‌ই সার !!

প্রেম জোয়ারে ভাসতে যদি
ভাসতে তুমি চাও ,
মনের সকল অহং ছেড়ে
যাওগো ভেসে যাও ------------
তার মাঝেতেই পাবে খুঁজে
ঈশ্বরেরি নাও ।
যাওগো ভেসে যাও  !!

                --------------এ এফ এম বাইতুল্লা
     
                                       ০১/০৮/২০১৮

Sunday, July 29, 2018

৩৩ . প্রেতাত্মা

আজ চল্লিশোধর্ব , ব্যস্ততম জীবন
চাকরী , ব‍্যবসা ,সংসার নিয়ে জবুথবু
তবুও ছুটি গ্ৰাম থেকে শহর , শহর থেকে নগর ,দেশ থেকে দেশান্তর --------------!
এ অন্তহীন ছোটাছুটি ।
সত‍্যান্বেষণ , টুকরো টুকরো ছবি ধরি
দেশ-দশ,পুরুষ-নারী , কত‌ই না ছবি !

যখন ছোট্ট ছিলেম ,      পাঠশালায় পড়তেম
নির্জন দুপুরে ,               বাড়ি ফেরার পথে      
হারুদের আমবাগানে গা ছম্ ছম্  করত  ।
নিশুত জোৎস্ন‍্যা রাতে শুনতেম - - -
তালপাতার খস খস শব্দ ।
কুশায়া ঢাকা ভোরে আমলিতলায় - - -
গা ছম্ ছম্ , শিহরিত মন !
স্মৃতির পাতায় সব ঘুরপাক  খায় ।।

 সুস্থ‍  মস্তিষ্কের সমাজ‌ আজ চিন্তিত
প্রেতাত্মারা নিশুত রাতে নয়
নির্জন দুপুরে নয় ,সদা সর্বদা  সর্বত্র
ঘুরে ফিরে বেড়াচ্ছে , বহুরূপী সাজে !

স্কন্ধ কাটা ভূত নয় , দিব‍্যি মাথাওয়ালা ভূত
সুস্থ‍-অসুস্থের সাথে  ,সভ‍্য-অসভ‍্যের মাঝে
সুযোগ সন্ধানী একপ্রকার জীব ।
উচ্ছ  ঘ্রাণশক্তি সম্পন্ন , গন্ধ শুঁকে শুঁকে বেড়ায়
লোলুপ হায়েনার শ‍্যেন দৃষ্টি
ক্ষুধার্ত আত্মা না প্রেতাত্মা !
ওদের কিসের খোঁজ ?

শুধু বাড়িতে নয় ,গাড়িতে নয় , অফিস-কাচারি নয় ,
গ্ৰাম-শহর , রাস্তার অলিতে গলিতে নয় !
ফেসবুক ,ম‍্যাসেঞ্জার-ইন্স্টার দুনিয়াতেও
ওদের অবাদ বিচরণ ।
ওরা কারা ? ওরা কি অসুস্থ !
মৃত আত্মার শরীর ??

নারী -ছবি , দৃশ‍্যপট ,অনলাইন--------
মুহুর্তে শত শত প্রেতাত্মা  জড়ো হয়
শুরু করে ওরা পাথর ছোঁড়া
শব্দবৃষ্টি , বাক‍্যবৃষ্টি , দৃশ‍্যবৃষ্টির দ্বারা
ক্ষত-বিক্ষত করে ,
শুষে নিতে চায়  লোলুপ জিহ্বায় ---------
অমোঘ কালের তৃষ্ণা !
জুড়াতে চায় দেহমন শরীর !
চাই -চাই ,আরো- আরো , আরো বেশী করে চাই
শরীর -শরীর, শরীর !

কে দোষী ? কারা দোষী ?
কি অসুখ ?
এভাবে , প্রেতাত্মারা পায় কি আত্মার সুখ ??

আজো ঘুমের মধ‍্যে চমকে উঠি
প্রার্থ‍না করি অমোঘ শক্তির কাছে
যদি তুমি সত‍্যিই থাকো
তবে হানো সেই শুভশক্তি
পরাজিত হোক  অশুভশক্তি
জাগুক  সমাজ ,দেশ-দেশান্তর ।।

                       ----------------এ এফ এম বাইতুল্লা

                                               ২৯/০৭/২০১৮

Saturday, July 28, 2018

৩৬ . স্বপ্নে তুমি

প্রশান্তের ধারে  অশান্ত হৃদয়ে ,দাঁড়াই বোল্ডারে
মুগ্ধ হয়ে দেখি তোর অপরূপ রূপ !
হাওয়ার দাপট , চোখ বুঁজে আসে
অনুভবে তোকে বার বার ------------
তোর রাগ ,ক্ষোভ, দুঃখ গুলো জলের সঙ্গে মেশে
ঢেউ হয়ে ছুটে আসে আছড়ে পড়ে পায়ে !
এক ঝাপটায় ভিজিয়ে দিয়ে যায়
টেনে নিয়ে যায় তোর খুব কাছে ।
আমার‌ও সমস্ত সত্ত্বা উদ্বেলিত  হয় ,
চোখ বন্ধ  করি  , মুখ থুবড়ে পড়ি
তোর অশান্ত  বুকে ।
উপর থেকে নীচ পর্যন্ত ঘন কেশরাশি
বারিসম পাক খেতে খেতে
টেনে নিয়ে যায় তৃপ্তির গভীরতায় ।
হাঁফিয়ে উঠি ,উঁচু দুই পাড়ের মাঝে
অতলে তলিয়ে যাই -------------!
হঠাৎ-ই আর্তনাদে উঠে বসি খাটের এক প্রান্তে
হাঁটুতে ভর দিয়ে জবুথবু হয়ে
আলো-আঁধারিতে  ,   স্বপ্নালু নেত্রে
দেখি খাটের অপর প্রান্তে সমস্ত শূন‍্যতা ঘিরে
দাঁড়িয়ে কে ??
স্মৃতি  না  তুমি !?

                  --------------এ এফ এম বাইতুল্লা
                                            ২৮/০৭/২০১৮

Thursday, July 26, 2018

০৯. পরাণ পাখী

ওই যে আকাশ  ,ব‌ইছে বাতাস
গাইছে আকাশ পাখি  !
স্বপ্ননীড়ের জানলায় - - -
তুমি দাওযে উঁকিঝুঁকি ।
মনপাখিটা গাইছে কেনে !
গাইছে কেনে গান !
দূর আকাশে চাইয়া তুমি ---
দেইখ‍্যা আকাশপান ,
পরাণডা তোর হু হু করে ---
জ্ব‌ইলা  যে খান খান  !
মনের টানে মন যেখানে
আকাশ পানে ধায় ---
পরাণ মাঝির ডিঙা খানা
উদাশ গাঙে বায় ----!
পরাণ মাঝি পরাণডা তোর
কেনেরে কান্দে !!
হ্নদয় মাঝে ,হ্নদয় বীণার
বিরহ ছন্দে !?

                      --------------এ এফ এম বাইতুল্লা

                                                ২৬/০৭/২০১৮

Tuesday, July 24, 2018

৩১ : : মনুষ‍্যত্ব

ঈশ্বরের শ্রেষ্ঠ  সৃষ্টি তুমি !
রূপে-রঙে গন্ধ  গড়া অপরূপ মূর্তি !
শুধু বাইরে নয় ,ভিতরেও - - -
তুমি  খুব সুন্দর ।
কেটে গেছে হাজার শত বছর
বন‍্যতা হেরে  সভ‍্যতা গড়ে
আজ  মনুষ‍্যত্বের কাঠগড়ায় ।
জ্ঞান-বুদ্ধি ,বিবেচনায়  চরম শিখরে ---------
শিক্ষা-স্বাস্থ‍্য, প্রযুক্তির দুরন্ত গতিতে  ----------
বার বার পেয়েছো  শ্রেষ্ঠত্বের শিরোপা ।
আজ বিস্ময় জাগে! অদ্ভুত অনুভূতি হিম করে দেহ-মন !
আসছে কি ,সৃষ্টি-প্রলয়ের ক্ষণ ! ?
এসেছে সময়ের বদল ,মন-মানসিকতায় বদল
এমনকি,    চিন্তনেও !
প্রত‍্যহ নিজ মনুষ‍্যত্ব করছো বিপণন ।
গুটিকয় খ‍্যাতনামা ব‍্যক্তিত্ব ব‍্যাতীত
নেতা থেকে সাধারণ মানুষ‌ সকলেই ব‍্যস্ত ।
কর্ম নয় , রক্ত নয় ,রঙতুলি ,লেখনী নয় !
তবুও ব‍্যস্ত , কিসের ব‍্যস্ততা ?
রূপ ,মেকি রঙ ,লিপস্টিক ,কালি  - - -
এগুলো কি ??
কালি করছো  কি মনুষ‍্যত্বে ?
শুধু বাড়িতে নয় ,গাড়িতে নয় !
এমনকি অফিস কাচারি ও  নয় !
এ কালি ছড়িয়েছে দোকান বাজার ,মিডিয়া
এমনকি মনুষ‍্যত্বেও !
না না না,চাই না  ,এ মনুষ‍্যত্ব বিহীন র‌ঙ !
বিংশ-শতাব্দীতেচাই -চাই ,আরো আরো
আরো বেশি করে চাই
দাও দাও ,ফিরায়ে দাও
প্রতিটি  অন্তরে মনুষ‍্যত্ব নামক রঙ ।।

                       ----------এ এফ এম বাইতুল্লা

                                             ২৫/০৭/২০১৮

Monday, July 23, 2018

০২ . বন্ধন

ভাঙা-চোরা  ঘর ,ভাঙা-চোরা  মন
বড্ড  নরম  !
তিলে  তিলে  জ্ঞান
করেছো  সন্ধান ।
অক্লান্ত  পরিশ্রম ,লক্ষ্মী-সরস্বতীর
পেয়েছো আসন ।
ভাঙা  ঘর  ভাঙো ,ইমারত  গড়ো
বাইরে  দেওয়াল  শক্ত-পাথর
ভিতরের ঘর , ভিতরের মন ,বড্ড নরম !
অফিসের কাজ ,পেশাদারী আজ
পেশাদারী মন ,         কঠিন চরম ।
দূরত্বের  ব‍্যবধান ,দুটি মন ঘুরে ফিরে বেড়ায়
নেড়া তবু,  বার বার বেলতলা যায় !

বহুদিন পর হঠাৎ দূরাভাষে
চেনা ভাষ‍্য শুনে,
হতবাক হ‌ই !
শেষবাক‍্যে ইতি !
তুমি আসবে কি ?
তোমার আসার অপেক্ষায় ------------!

          এভাবেই  চলে জীবনের পথে
                  ভাঙে আর গড়ে
                 আত্মার  বন্ধন ।।

                        এ এফ এম বাইতুল্লা
                                 ২২/০৭/২০১৮

Saturday, July 21, 2018

০৬ : অনুভবে। :

অনেক দিনের পরে
এখন‌ও তোমায় মনে পড়ে
কেমন আছো তুমি ?
মন বলছে চুপিচুপি ।
জানতে কি চাও কিছু ?
মন ধাইছে তোমার‌  পিছু ,
হয়তো হাওয়ার সনে-------
তুমিও কি আনমনে !
বাঁধো বিরহেরি গান !!

জীবন সায়াহ্নে সন্ধ‍্যা-আরতী লয়ে
জীবন পথিক ফেরে,জীবনের গান গেয়ে !!

সাঁঝের আকাশে খুঁজবে আমায় সন্ধ‍্যাতারা রূপে
হয়তো তখন থাকবো আমি শত-সহস্র যোজন দূরে ।
রাতের আকাশে খুঁজবে আমায় ,হাজার তারার মাঝে
তখন হয়তো থাকবো আমি, অচেনাসে কোন দেশে !
হয়তো তোমরা  খুঁজবে আমায় গভীর নিশিক্ষণে
তখন হয়তো থাকবো আমি , গভীর অচেতনে !
ভোরের আকাশে খুঁজবে আমায় শুক্রগ্ৰহ রূপে
হয়তো তখন শূন‍্য হয়েই রবো  অচীনপুরে !
আবার যদি পাও আমারে প্রভাত পাখীর গানে
তখন  হয়তো ছাই-ভস্মে ভাসবো স্রোতের টানে !
হয়তো তোমরা  বিস্ময়েতে ঝরায়ে চোখের জলে
পাবে আমায় অনুভবে মনের মাঝারে  !!

                             ------------ এ এফ এম বাইতুল্লা
                                                   ২১/০৭/২০১৮

Friday, July 20, 2018

৩২ . নব জাগরণ

দেখি ঐ পুবে ,গগনে উষার ছটা - - -
লাল রক্তিম রক্তকরবী ফোটা  ।
ঐ রক্তে রাঙা ঢাল ,সত‍্য‌ই তাজা লাল 
প্রভাত ফেরির চাষী , আজো কাঁধে  বহে হাল ।
লাল-লাল-লাল,হে সুমহান , তোমায়  প্রণাম ।।

দেখি জন্মলগ্নে  ,আমার প্রকৃতি -মায়ে - - -
বক্ষেতে পরম আদরে
ফুল-ফল আর আলো-বাতাসে
জুড়ায় জীবন ।
চির সবুজ ,শান্তি সুনিবিড়,শান্তিদাত্রী মা ।।

ভূমিষ্ঠে নয়নমেলে,স্নেহের বাতাবরণে
মা আগলে জীবন ।
খাঁটি দেহ-মন,নাড়ী ছেঁড়া ধন
শ্বেত শুভ্র শাড়ী,ওগো জন্মদাত্রী ।।

দেখো বিস্তৃত জলধি
ফেনায় ফেনায় ফেনিল ,
মহান অন্তর রহস‍্যময়ী
উথাল পাথাল ভাসায়ে জীবন ।।

ঐ নীলে নীলাকাশ
বিস্তৃত অন্তরে-অন্তর,
নীল আসমানী,দেয় হাতছানি
ভাঙো বদ্ধ দুয়ারে খিল ।।

যত  আজ দেখি
র‌ঙে রঙে মেকি
লাল ,নীল ,সবুজ -গেরুয়া
আরো  কী কত !
সবে মিলে কেন ,দলাদলি এতো  !?

লালসার রঙ         গোধূলির রঙ
মৃত‍্যু মিছিল            রক্তের হোলি !
গৌরব-গাথা            লুটায় ধূলায়
শুধু    স্বার্থের           হানাহানি  !!

এসো হে বিপ্লব,এসো হে মহান
আপদে বিপদে গাই তোর গান ।
এসো নবারুণ বাজাও শঙ্খধ্বনি ,
এসো অকাতরে নব নব রঙে
এসো হে নবজাগরণ ।।

                 --------------এ এফ এম বাইতুল্লা
                                            ১৯/০৭/২০১৮

Tuesday, July 17, 2018

০৩ . মাটি

মাটি -মাটি , মাটি তো নয় !
ও-মা সোনার চেয়েও খাঁটি ,
মাটি হতেই জন্মেজাত
সকল ঘটি-বাটি ।
মায়ের নামে বেচে মাটি
আনো সোনার বালা ,
টাকা দিয়ে যায় কি পাওয়া
মায়ের ভালোবাসা  ?
মাটি-মানুষ , মাটিই   ঠাকুর
ও-মা মাটি দিয়েই গড়া ,
যত‌ই তারে সোনায় মোড়ো
বাড়ে কি মনের শোভা !
মাটির প্রদীপ , সোনার প্রদীপ
করে অন্ধকারে আলো
সোনার প্রদীপ করে কি আলো
মনের যতো কালো  ?
সকল দেহ‌ই  মাটি হবে
কিম্বা পুড়ে ছাই ,
ভবার মতোই আছেন  যে জন-----
সে জন বুঝি সাঁই  !
ধরাধামে দুখীর ঘরে
মাংসবেচা-কেনা ,
দেহ বেচে ,দেহ বাঁচে
বোঝে কে তার যন্ত্রণা !
মাটি নিয়েই মাতছো মাগো
মাটি এ উৎসব !
ধর্ম-অধর্ম ,রাজনীতি কি
এক আসনেই বশ !?

                    -----------এ এফ এম বাইতুল্লা
                                               ১৮/০৭/২০১৮

Sunday, July 15, 2018

২৯. অদ্ভুত প্রাণী

দিনে রাতে ঘুম নেই ,নাচে মন আহারেই
দেয় মন আড্ডায়
ভাগ‍্যের চাকা যদি ,খোলে তাস, জুয়া-সাট্টায় ।
ট্রেন,বাস-ট্রামেতে ,ধব-ধবে পোশাকে
চলাফেরা করে সে ।
অদ্ভুত ঢঙেতে, চেহারায় মানসে
পছন্দ কাঁচা ষোড়শির মাংসে !!
লকলকে জিহ্বায়  চোখেতে আগুন
সুস্থের মাঝে , অসুস্থ নিদারুণ !
মুহুর্তে বদলায় ঘুমন্ত পশু !
মাংসের ঘ্রাণে ,লেলিহান জিহ্বায় কামরস ঝরে ।
শুষে নিতে চায় অতৃপ্ত আত্মায় !
স্টেশন, শপিং-মল-গ‍্যালারী
শিক্ষা-স্বাস্থ‍্য ,অফিস-কাচারি
সর্বত্র যাতায়াত - সেই অদ্ভুত প্রাণী
মুহুর্তে ফতুর , নাম, যশ-খ‍্যাতি
একি সর্বনাশা ব‍্যধি !
সেই অদ্ভুত প্রাণী
বিসর্জন দেয় জ্ঞান,রীতি-নীতি
হারায় জীবনের ছন্দগতি !!

                   ---------- এ এফ এম বাইতুল্লা
                                    ১৪/০৭/২০১৮

Wednesday, July 11, 2018

০২ . স্মৃতিপটে

কোন এক-গাঁয়ের ছেলে
ধুলোয় পড়ে খেলে ,
ধুলোমাখা গা
মলিন দু খান পা ।
সরলতায়  মনে
ছুটছে রণেবনে ,
এমনি করেই
দিনগুলো তার
কাটছে গুনে গুনে ।

হঠাৎ  উঠলো
ঝোড়ো হাওয়া
উঠলো ধুলোর ঝড় ,
ঝড়ের বেগে গুল্ম নড়ে
ঝরে কচিপাতার মন ।
কিশলয়ের কিশোর শিশু
দিবে শহর পাড়ি ,
এমনি করেই ছিঁড়বে  যে ওর
গাঁয়ের টানের নাড়ি ।

শহরপথে ধুলোর ঝড়ে
উঠছে নাভিশ্বাস !
নয়নমেলে শহর দেখে
হয়নাকো বিশ্বাস !
শহরপাড়া যায় না গড়া
মনের খেলাঘর
ইঁট-পাথরে থমকে গিয়ে
ভাঙে তাসের-ঘর ।

বস্তিপাড়ার বদ্ধ ঘরে
মন তো রহে না !
অচেতনে দাঁড়ায় এসে,
মনের আয়নায় ।

শহর পাড়ায়  দূরে দূরে
হন‍্যে হয়ে ঘুরে ঘুরে
মন পোড়ে তার
সুদূর গাঁয়ের ----
ধুলি-ধূসর পথে ।

আকাশে মেঘের গায়ে গায়ে
নৌকা ভাসে জোয়ার -বানে ,
ঝর ঝর ঝর ঝরনা ধারায়
ওথাল-পাথাল জীবন -যৌবন ।

দ্বাদশ শিক্ষা পূর্ণ করে
এখন সে কলেজ ঘরে
মন ফেরে তার নিরুদ্দেশে ,
বি.কম. এ অনার্স -কোর্সে
মনমেঘে তার প্রেম ঘনায়ে ।

ধনীর কূলের আল-দুলালী
রঙেও সে আলতা-পালি
মানে -গুণে উচ্চবিত্ত
গুণমুগ্ধে পরিবৃত্ত
দেওয়া নেওয়ার ইতিবৃত্ত ।
মনতো রহেনা !

মনের ফাঁদে বন্দী কাঁদে
করলো সন্ধী আলাপনে,
ভাসালো তরী ভবিষ‍্যতে ।

অনেকগুলি বর্ষ পরে
জীবন -যানের  ঘূর্ণিপাকে
মন তো রহে না !
এমন তো সহে না !!

চাকরী বাকরী ব‍্যবসা-বাটি
সব‌ই পেলো জীবনঘটি
শুধু সেই তো এলো না !
এ  মন তো রহে না !
এ  মন তো সহে না !
---------------------------- !!

                 ---------- এ এফ এম বাইতুল্লা

Tuesday, July 10, 2018

০৯ . সমপণ

শন্  শন্ শন্ শনে
ঐ শিমূল পলাশ বনে
উদাস বাউল মন ভাসাই কোন পানে !
খুঁজিয়া ফিরিয়া মন বাউলেরি সনে
ভাবিয়া বুঝিয়া মন ভাঙে থানে থানে ।।

শন্  শন্  শন্  শনে
ঐ শিমূল পলাশ বনে
উদাস বাউল মন ভাসাই কোন খানে !
অনেকের ই মনে
মম ভবারি সনে
খুঁজিয়া ফিরি আনমনে ।।

শন্  শন্  শন্  শনে
ঐ শিমূল পলাশ বনে
উদাস বাউল মন ভাসাই কার পানে !
ভাব -বিনিময়ে, তাহারি মোহে
গিয়াছি পিছু পিছু
মরিচীকা ভ্রমে,তাহাদেরি মাঝে
বিলায়েছি কিছু কিছু
বোঝো নাই তুমি !
তাহাদেরি মাঝে
খুঁজিয়া ফিরেছি
তোমারি সবকিছুই ।।

                   --------- এ এফ এম বাইতুল্লা

Monday, July 9, 2018

৩৭. বিয়েবাড়ি

বিয়েবাড়ি বিয়েবাড়ি
করছে  সব্বাই হুড়োহুড়ি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
যেথায় নেইকো কোনো আড়ি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
আসবে বর ঘোড়াগাড়ি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
পরছে কনে আলতা-শাড়ি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
নড়ছে কড়া খুন্তি-হাড়ি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
জ্বলছে শতেক রোশনে বাতি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
পুড়বে  শতেক আতস - বাজি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
যতেক ইচ্ছে খাও  দ‌ই-মিস্টি বাটি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
খরছা হবে বেশ টঙ্কা-কড়ি ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
বর  পাবে তার নূতন সাথী ।
বিয়েবাড়ি বিয়েবাড়ি
এসো সব্বাই তাড়াতাড়ি ।।

                           এ এফ এম বাইতুল্লা

Friday, July 6, 2018

০৪ . অভিসার

           ঐ
বাড়িয়ে দু-খান হাত
করছো তুমি মাত
        ওহো
নিঝুম নিশুতি রাত ।

জ‍্যোৎস্নালোকিত ক্ষণ
মন করছে চন্মন !
হ‌ই সুরেলা আনমোন
বুঝি তোমার আগমন ।

সে হাওয়ার সনে আসে
চন্দ্রালোকে ভাসে
স্বপ্ন দেখার নেশায়
মন ময়ূরে মেশায় ।

অমাবস‍্যার রাতে
খড়গহস্তে চন্ডালিনী মাতে ,
সবাই যখন ভাসে ―
ঘুমপরীর ঐ দেশে ।
আমিও  তখন আসি
তোমার কাছাকাছি,
হয়তো বা প্রেত      
শ‍্যাওড়া গাছে
করছে নাচানাচি ।

উজান হাওয়া বয়
মনেতে নেই ভয় ,
হৃদ-মাঝারের  স্বপ্নগুলি
মন কোটোরেই রয় ।

নিদ্রাহীন চোখ
করছে  তোমার খোঁজ ?
ভূত বাড়িতে জোরকদমে
চলছে মহাভোজ ।

রাতের পরে রাত
ভাঙছে মনের বাঁধ
প্রেম-জোয়ারে ভাসাই   দেহ
জাগাই  মনের সাধ ।

অল্প হলেও খাঁটি
প্রেমের জিয়ন  কাঠি
যেমনি করে বিলায় দেহ
প্রেমের হৃদয় ছাড়ি ।

নিরব রহি
চক্ষু বুঁজে
স্বপ্নে হৃদয়
তোমায় খোঁজে
অনেক দূরে
স্বপ্নপারে,সে-এক
মনের অভিসার ।।

                     -----------এ এফ এম বাইতুল্লা

১.ফেরিওয়ালা

ফেরিওয়ালা ফেরি করে
গাঁয়ের পরে গাঁও
মন-মোহনায় উছলে উঠে
উছল পুরের নাও ।
হরেকরকম ফেরি করে
আলতা থেকে সিঁদুর
মনপাখি তার যায় ভেসে যায়
দূর -বহুদূর ।
হরেক-রকম ফেরি করেও
মন ভরেনা তার
মনপাখিডায় কিবা চাহে ?
সে কোন উপহার !
কড়িবাড়ি অনেক হলো
দিন চলে অনায়াসে ,
অবসরে চুপটি করে
ভাসে সে কোন দেশে !
গ্ৰাম-গঞ্জ শহর ফেলে
স্মৃতির তটে তটে
যার তরে ঐ কানদে্ ওমন !
স্মৃতির আলাপনে ।
শহর ছেড়ে নীল আকাশে
উদাস গাঙের  বাঁকে
আছো তুমি,থাকবে তুমি
স্মৃতির নোঙরে !!

                এ এফ এম বাইতুল্লা

Wednesday, July 4, 2018

২৭ . জাগরণ

ধেয়ে আসে ঝড়
ঝড়ে উড়ে পাল
কে ধরিবে হাল ??
ছিঁড়ে খায় কৌমার্য শরীর !
দুমড়ে মুচড়ে যাওয়া কলেবর
এলোমেলো চুল
পাশবিক সুখ !
কি সেই অসুখ ??
সমস্ত আইন,সাজো সাজো  আজ
বোবা-কালা-বধির কি সমাজ !?
বাঁধাহীন পশুত্বের বাহিনী
দাগ কেটে দেয় পশুবৎ কাহিনীর ।
ধপ করে জ্বলে ওঠে নিভে যায় সব !
আলেয়ার আলো হয়ে জ্বলে ,অতৃপ্ত আত্মায়   !!

সাদা ঐ পালে
দাগ কেটে ফেলে !
লজ্জিত শরীর ,কাঁপে থরথরি
এ লজ্জা কি নারীর ??

পাল যদি ছেঁড়ে
হাল যদি ভাঙে
মাস্তল কখনো, হয় কি নত !?

হে নারী তবে আজ
শক্তিরূপে রণচন্ডী সাজ
হানোগো খড়গ বলিকাষ্ঠে ।।
সাজো সাজো আজ,    "হে রণংদেহি " !
নাশ করো নাশ
যতো জীবন্ত মন-পোড়া লাশ।
জাগো জাগো জাগো
জ্বালো হে জ্বালো
আঁধারের বুকে  আলো ।।

                ---------------- এ এফ এম বাইতুল্লা

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...