Thursday, July 26, 2018

০৯. পরাণ পাখী

ওই যে আকাশ  ,ব‌ইছে বাতাস
গাইছে আকাশ পাখি  !
স্বপ্ননীড়ের জানলায় - - -
তুমি দাওযে উঁকিঝুঁকি ।
মনপাখিটা গাইছে কেনে !
গাইছে কেনে গান !
দূর আকাশে চাইয়া তুমি ---
দেইখ‍্যা আকাশপান ,
পরাণডা তোর হু হু করে ---
জ্ব‌ইলা  যে খান খান  !
মনের টানে মন যেখানে
আকাশ পানে ধায় ---
পরাণ মাঝির ডিঙা খানা
উদাশ গাঙে বায় ----!
পরাণ মাঝি পরাণডা তোর
কেনেরে কান্দে !!
হ্নদয় মাঝে ,হ্নদয় বীণার
বিরহ ছন্দে !?

                      --------------এ এফ এম বাইতুল্লা

                                                ২৬/০৭/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...