Saturday, July 21, 2018

০৬ : অনুভবে। :

অনেক দিনের পরে
এখন‌ও তোমায় মনে পড়ে
কেমন আছো তুমি ?
মন বলছে চুপিচুপি ।
জানতে কি চাও কিছু ?
মন ধাইছে তোমার‌  পিছু ,
হয়তো হাওয়ার সনে-------
তুমিও কি আনমনে !
বাঁধো বিরহেরি গান !!

জীবন সায়াহ্নে সন্ধ‍্যা-আরতী লয়ে
জীবন পথিক ফেরে,জীবনের গান গেয়ে !!

সাঁঝের আকাশে খুঁজবে আমায় সন্ধ‍্যাতারা রূপে
হয়তো তখন থাকবো আমি শত-সহস্র যোজন দূরে ।
রাতের আকাশে খুঁজবে আমায় ,হাজার তারার মাঝে
তখন হয়তো থাকবো আমি, অচেনাসে কোন দেশে !
হয়তো তোমরা  খুঁজবে আমায় গভীর নিশিক্ষণে
তখন হয়তো থাকবো আমি , গভীর অচেতনে !
ভোরের আকাশে খুঁজবে আমায় শুক্রগ্ৰহ রূপে
হয়তো তখন শূন‍্য হয়েই রবো  অচীনপুরে !
আবার যদি পাও আমারে প্রভাত পাখীর গানে
তখন  হয়তো ছাই-ভস্মে ভাসবো স্রোতের টানে !
হয়তো তোমরা  বিস্ময়েতে ঝরায়ে চোখের জলে
পাবে আমায় অনুভবে মনের মাঝারে  !!

                             ------------ এ এফ এম বাইতুল্লা
                                                   ২১/০৭/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...