প্রশান্তের ধারে অশান্ত হৃদয়ে ,দাঁড়াই বোল্ডারে
মুগ্ধ হয়ে দেখি তোর অপরূপ রূপ !
হাওয়ার দাপট , চোখ বুঁজে আসে
অনুভবে তোকে বার বার ------------
তোর রাগ ,ক্ষোভ, দুঃখ গুলো জলের সঙ্গে মেশে
ঢেউ হয়ে ছুটে আসে আছড়ে পড়ে পায়ে !
এক ঝাপটায় ভিজিয়ে দিয়ে যায়
টেনে নিয়ে যায় তোর খুব কাছে ।
আমারও সমস্ত সত্ত্বা উদ্বেলিত হয় ,
চোখ বন্ধ করি , মুখ থুবড়ে পড়ি
তোর অশান্ত বুকে ।
উপর থেকে নীচ পর্যন্ত ঘন কেশরাশি
বারিসম পাক খেতে খেতে
টেনে নিয়ে যায় তৃপ্তির গভীরতায় ।
হাঁফিয়ে উঠি ,উঁচু দুই পাড়ের মাঝে
অতলে তলিয়ে যাই -------------!
হঠাৎ-ই আর্তনাদে উঠে বসি খাটের এক প্রান্তে
হাঁটুতে ভর দিয়ে জবুথবু হয়ে
আলো-আঁধারিতে , স্বপ্নালু নেত্রে
দেখি খাটের অপর প্রান্তে সমস্ত শূন্যতা ঘিরে
দাঁড়িয়ে কে ??
স্মৃতি না তুমি !?
--------------এ এফ এম বাইতুল্লা
২৮/০৭/২০১৮
No comments:
Post a Comment