Sunday, July 15, 2018

২৯. অদ্ভুত প্রাণী

দিনে রাতে ঘুম নেই ,নাচে মন আহারেই
দেয় মন আড্ডায়
ভাগ‍্যের চাকা যদি ,খোলে তাস, জুয়া-সাট্টায় ।
ট্রেন,বাস-ট্রামেতে ,ধব-ধবে পোশাকে
চলাফেরা করে সে ।
অদ্ভুত ঢঙেতে, চেহারায় মানসে
পছন্দ কাঁচা ষোড়শির মাংসে !!
লকলকে জিহ্বায়  চোখেতে আগুন
সুস্থের মাঝে , অসুস্থ নিদারুণ !
মুহুর্তে বদলায় ঘুমন্ত পশু !
মাংসের ঘ্রাণে ,লেলিহান জিহ্বায় কামরস ঝরে ।
শুষে নিতে চায় অতৃপ্ত আত্মায় !
স্টেশন, শপিং-মল-গ‍্যালারী
শিক্ষা-স্বাস্থ‍্য ,অফিস-কাচারি
সর্বত্র যাতায়াত - সেই অদ্ভুত প্রাণী
মুহুর্তে ফতুর , নাম, যশ-খ‍্যাতি
একি সর্বনাশা ব‍্যধি !
সেই অদ্ভুত প্রাণী
বিসর্জন দেয় জ্ঞান,রীতি-নীতি
হারায় জীবনের ছন্দগতি !!

                   ---------- এ এফ এম বাইতুল্লা
                                    ১৪/০৭/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...