Friday, July 6, 2018

০৪ . অভিসার

           ঐ
বাড়িয়ে দু-খান হাত
করছো তুমি মাত
        ওহো
নিঝুম নিশুতি রাত ।

জ‍্যোৎস্নালোকিত ক্ষণ
মন করছে চন্মন !
হ‌ই সুরেলা আনমোন
বুঝি তোমার আগমন ।

সে হাওয়ার সনে আসে
চন্দ্রালোকে ভাসে
স্বপ্ন দেখার নেশায়
মন ময়ূরে মেশায় ।

অমাবস‍্যার রাতে
খড়গহস্তে চন্ডালিনী মাতে ,
সবাই যখন ভাসে ―
ঘুমপরীর ঐ দেশে ।
আমিও  তখন আসি
তোমার কাছাকাছি,
হয়তো বা প্রেত      
শ‍্যাওড়া গাছে
করছে নাচানাচি ।

উজান হাওয়া বয়
মনেতে নেই ভয় ,
হৃদ-মাঝারের  স্বপ্নগুলি
মন কোটোরেই রয় ।

নিদ্রাহীন চোখ
করছে  তোমার খোঁজ ?
ভূত বাড়িতে জোরকদমে
চলছে মহাভোজ ।

রাতের পরে রাত
ভাঙছে মনের বাঁধ
প্রেম-জোয়ারে ভাসাই   দেহ
জাগাই  মনের সাধ ।

অল্প হলেও খাঁটি
প্রেমের জিয়ন  কাঠি
যেমনি করে বিলায় দেহ
প্রেমের হৃদয় ছাড়ি ।

নিরব রহি
চক্ষু বুঁজে
স্বপ্নে হৃদয়
তোমায় খোঁজে
অনেক দূরে
স্বপ্নপারে,সে-এক
মনের অভিসার ।।

                     -----------এ এফ এম বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...