ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি তুমি !
রূপে-রঙে গন্ধ গড়া অপরূপ মূর্তি !
শুধু বাইরে নয় ,ভিতরেও - - -
তুমি খুব সুন্দর ।
কেটে গেছে হাজার শত বছর
বন্যতা হেরে সভ্যতা গড়ে
আজ মনুষ্যত্বের কাঠগড়ায় ।
জ্ঞান-বুদ্ধি ,বিবেচনায় চরম শিখরে ---------
শিক্ষা-স্বাস্থ্য, প্রযুক্তির দুরন্ত গতিতে ----------
বার বার পেয়েছো শ্রেষ্ঠত্বের শিরোপা ।
আজ বিস্ময় জাগে! অদ্ভুত অনুভূতি হিম করে দেহ-মন !
আসছে কি ,সৃষ্টি-প্রলয়ের ক্ষণ ! ?
এসেছে সময়ের বদল ,মন-মানসিকতায় বদল
এমনকি, চিন্তনেও !
প্রত্যহ নিজ মনুষ্যত্ব করছো বিপণন ।
গুটিকয় খ্যাতনামা ব্যক্তিত্ব ব্যাতীত
নেতা থেকে সাধারণ মানুষ সকলেই ব্যস্ত ।
কর্ম নয় , রক্ত নয় ,রঙতুলি ,লেখনী নয় !
তবুও ব্যস্ত , কিসের ব্যস্ততা ?
রূপ ,মেকি রঙ ,লিপস্টিক ,কালি - - -
এগুলো কি ??
কালি করছো কি মনুষ্যত্বে ?
শুধু বাড়িতে নয় ,গাড়িতে নয় !
এমনকি অফিস কাচারি ও নয় !
এ কালি ছড়িয়েছে দোকান বাজার ,মিডিয়া
এমনকি মনুষ্যত্বেও !
না না না,চাই না ,এ মনুষ্যত্ব বিহীন রঙ !
বিংশ-শতাব্দীতেচাই -চাই ,আরো আরো
আরো বেশি করে চাই
দাও দাও ,ফিরায়ে দাও
প্রতিটি অন্তরে মনুষ্যত্ব নামক রঙ ।।
----------এ এফ এম বাইতুল্লা
২৫/০৭/২০১৮
No comments:
Post a Comment