দেখি ঐ পুবে ,গগনে উষার ছটা - - -
লাল রক্তিম রক্তকরবী ফোটা ।
ঐ রক্তে রাঙা ঢাল ,সত্যই তাজা লাল
প্রভাত ফেরির চাষী , আজো কাঁধে বহে হাল ।
লাল-লাল-লাল,হে সুমহান , তোমায় প্রণাম ।।
দেখি জন্মলগ্নে ,আমার প্রকৃতি -মায়ে - - -
বক্ষেতে পরম আদরে
ফুল-ফল আর আলো-বাতাসে
জুড়ায় জীবন ।
চির সবুজ ,শান্তি সুনিবিড়,শান্তিদাত্রী মা ।।
ভূমিষ্ঠে নয়নমেলে,স্নেহের বাতাবরণে
মা আগলে জীবন ।
খাঁটি দেহ-মন,নাড়ী ছেঁড়া ধন
শ্বেত শুভ্র শাড়ী,ওগো জন্মদাত্রী ।।
দেখো বিস্তৃত জলধি
ফেনায় ফেনায় ফেনিল ,
মহান অন্তর রহস্যময়ী
উথাল পাথাল ভাসায়ে জীবন ।।
ঐ নীলে নীলাকাশ
বিস্তৃত অন্তরে-অন্তর,
নীল আসমানী,দেয় হাতছানি
ভাঙো বদ্ধ দুয়ারে খিল ।।
যত আজ দেখি
রঙে রঙে মেকি
লাল ,নীল ,সবুজ -গেরুয়া
আরো কী কত !
সবে মিলে কেন ,দলাদলি এতো !?
লালসার রঙ গোধূলির রঙ
মৃত্যু মিছিল রক্তের হোলি !
গৌরব-গাথা লুটায় ধূলায়
শুধু স্বার্থের হানাহানি !!
এসো হে বিপ্লব,এসো হে মহান
আপদে বিপদে গাই তোর গান ।
এসো নবারুণ বাজাও শঙ্খধ্বনি ,
এসো অকাতরে নব নব রঙে
এসো হে নবজাগরণ ।।
--------------এ এফ এম বাইতুল্লা
১৯/০৭/২০১৮
No comments:
Post a Comment