ভাঙা-চোরা ঘর ,ভাঙা-চোরা মন
বড্ড নরম !
তিলে তিলে জ্ঞান
করেছো সন্ধান ।
অক্লান্ত পরিশ্রম ,লক্ষ্মী-সরস্বতীর
পেয়েছো আসন ।
ভাঙা ঘর ভাঙো ,ইমারত গড়ো
বাইরে দেওয়াল শক্ত-পাথর
ভিতরের ঘর , ভিতরের মন ,বড্ড নরম !
অফিসের কাজ ,পেশাদারী আজ
পেশাদারী মন , কঠিন চরম ।
দূরত্বের ব্যবধান ,দুটি মন ঘুরে ফিরে বেড়ায়
নেড়া তবু, বার বার বেলতলা যায় !
বহুদিন পর হঠাৎ দূরাভাষে
চেনা ভাষ্য শুনে,
হতবাক হই !
শেষবাক্যে ইতি !
তুমি আসবে কি ?
তোমার আসার অপেক্ষায় ------------!
এভাবেই চলে জীবনের পথে
ভাঙে আর গড়ে
আত্মার বন্ধন ।।
এ এফ এম বাইতুল্লা
২২/০৭/২০১৮
No comments:
Post a Comment