Wednesday, July 11, 2018

০২ . স্মৃতিপটে

কোন এক-গাঁয়ের ছেলে
ধুলোয় পড়ে খেলে ,
ধুলোমাখা গা
মলিন দু খান পা ।
সরলতায়  মনে
ছুটছে রণেবনে ,
এমনি করেই
দিনগুলো তার
কাটছে গুনে গুনে ।

হঠাৎ  উঠলো
ঝোড়ো হাওয়া
উঠলো ধুলোর ঝড় ,
ঝড়ের বেগে গুল্ম নড়ে
ঝরে কচিপাতার মন ।
কিশলয়ের কিশোর শিশু
দিবে শহর পাড়ি ,
এমনি করেই ছিঁড়বে  যে ওর
গাঁয়ের টানের নাড়ি ।

শহরপথে ধুলোর ঝড়ে
উঠছে নাভিশ্বাস !
নয়নমেলে শহর দেখে
হয়নাকো বিশ্বাস !
শহরপাড়া যায় না গড়া
মনের খেলাঘর
ইঁট-পাথরে থমকে গিয়ে
ভাঙে তাসের-ঘর ।

বস্তিপাড়ার বদ্ধ ঘরে
মন তো রহে না !
অচেতনে দাঁড়ায় এসে,
মনের আয়নায় ।

শহর পাড়ায়  দূরে দূরে
হন‍্যে হয়ে ঘুরে ঘুরে
মন পোড়ে তার
সুদূর গাঁয়ের ----
ধুলি-ধূসর পথে ।

আকাশে মেঘের গায়ে গায়ে
নৌকা ভাসে জোয়ার -বানে ,
ঝর ঝর ঝর ঝরনা ধারায়
ওথাল-পাথাল জীবন -যৌবন ।

দ্বাদশ শিক্ষা পূর্ণ করে
এখন সে কলেজ ঘরে
মন ফেরে তার নিরুদ্দেশে ,
বি.কম. এ অনার্স -কোর্সে
মনমেঘে তার প্রেম ঘনায়ে ।

ধনীর কূলের আল-দুলালী
রঙেও সে আলতা-পালি
মানে -গুণে উচ্চবিত্ত
গুণমুগ্ধে পরিবৃত্ত
দেওয়া নেওয়ার ইতিবৃত্ত ।
মনতো রহেনা !

মনের ফাঁদে বন্দী কাঁদে
করলো সন্ধী আলাপনে,
ভাসালো তরী ভবিষ‍্যতে ।

অনেকগুলি বর্ষ পরে
জীবন -যানের  ঘূর্ণিপাকে
মন তো রহে না !
এমন তো সহে না !!

চাকরী বাকরী ব‍্যবসা-বাটি
সব‌ই পেলো জীবনঘটি
শুধু সেই তো এলো না !
এ  মন তো রহে না !
এ  মন তো সহে না !
---------------------------- !!

                 ---------- এ এফ এম বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...