Wednesday, July 4, 2018

২৭ . জাগরণ

ধেয়ে আসে ঝড়
ঝড়ে উড়ে পাল
কে ধরিবে হাল ??
ছিঁড়ে খায় কৌমার্য শরীর !
দুমড়ে মুচড়ে যাওয়া কলেবর
এলোমেলো চুল
পাশবিক সুখ !
কি সেই অসুখ ??
সমস্ত আইন,সাজো সাজো  আজ
বোবা-কালা-বধির কি সমাজ !?
বাঁধাহীন পশুত্বের বাহিনী
দাগ কেটে দেয় পশুবৎ কাহিনীর ।
ধপ করে জ্বলে ওঠে নিভে যায় সব !
আলেয়ার আলো হয়ে জ্বলে ,অতৃপ্ত আত্মায়   !!

সাদা ঐ পালে
দাগ কেটে ফেলে !
লজ্জিত শরীর ,কাঁপে থরথরি
এ লজ্জা কি নারীর ??

পাল যদি ছেঁড়ে
হাল যদি ভাঙে
মাস্তল কখনো, হয় কি নত !?

হে নারী তবে আজ
শক্তিরূপে রণচন্ডী সাজ
হানোগো খড়গ বলিকাষ্ঠে ।।
সাজো সাজো আজ,    "হে রণংদেহি " !
নাশ করো নাশ
যতো জীবন্ত মন-পোড়া লাশ।
জাগো জাগো জাগো
জ্বালো হে জ্বালো
আঁধারের বুকে  আলো ।।

                ---------------- এ এফ এম বাইতুল্লা

2 comments:

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...