Friday, July 6, 2018

১.ফেরিওয়ালা

ফেরিওয়ালা ফেরি করে
গাঁয়ের পরে গাঁও
মন-মোহনায় উছলে উঠে
উছল পুরের নাও ।
হরেকরকম ফেরি করে
আলতা থেকে সিঁদুর
মনপাখি তার যায় ভেসে যায়
দূর -বহুদূর ।
হরেক-রকম ফেরি করেও
মন ভরেনা তার
মনপাখিডায় কিবা চাহে ?
সে কোন উপহার !
কড়িবাড়ি অনেক হলো
দিন চলে অনায়াসে ,
অবসরে চুপটি করে
ভাসে সে কোন দেশে !
গ্ৰাম-গঞ্জ শহর ফেলে
স্মৃতির তটে তটে
যার তরে ঐ কানদে্ ওমন !
স্মৃতির আলাপনে ।
শহর ছেড়ে নীল আকাশে
উদাস গাঙের  বাঁকে
আছো তুমি,থাকবে তুমি
স্মৃতির নোঙরে !!

                এ এফ এম বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...