আজ চল্লিশোধর্ব , ব্যস্ততম জীবন
চাকরী , ব্যবসা ,সংসার নিয়ে জবুথবু
তবুও ছুটি গ্ৰাম থেকে শহর , শহর থেকে নগর ,দেশ থেকে দেশান্তর --------------!
এ অন্তহীন ছোটাছুটি ।
সত্যান্বেষণ , টুকরো টুকরো ছবি ধরি
দেশ-দশ,পুরুষ-নারী , কতই না ছবি !
যখন ছোট্ট ছিলেম , পাঠশালায় পড়তেম
নির্জন দুপুরে , বাড়ি ফেরার পথে
হারুদের আমবাগানে গা ছম্ ছম্ করত ।
নিশুত জোৎস্ন্যা রাতে শুনতেম - - -
তালপাতার খস খস শব্দ ।
কুশায়া ঢাকা ভোরে আমলিতলায় - - -
গা ছম্ ছম্ , শিহরিত মন !
স্মৃতির পাতায় সব ঘুরপাক খায় ।।
সুস্থ মস্তিষ্কের সমাজ আজ চিন্তিত
প্রেতাত্মারা নিশুত রাতে নয়
নির্জন দুপুরে নয় ,সদা সর্বদা সর্বত্র
ঘুরে ফিরে বেড়াচ্ছে , বহুরূপী সাজে !
স্কন্ধ কাটা ভূত নয় , দিব্যি মাথাওয়ালা ভূত
সুস্থ-অসুস্থের সাথে ,সভ্য-অসভ্যের মাঝে
সুযোগ সন্ধানী একপ্রকার জীব ।
উচ্ছ ঘ্রাণশক্তি সম্পন্ন , গন্ধ শুঁকে শুঁকে বেড়ায়
লোলুপ হায়েনার শ্যেন দৃষ্টি
ক্ষুধার্ত আত্মা না প্রেতাত্মা !
ওদের কিসের খোঁজ ?
শুধু বাড়িতে নয় ,গাড়িতে নয় , অফিস-কাচারি নয় ,
গ্ৰাম-শহর , রাস্তার অলিতে গলিতে নয় !
ফেসবুক ,ম্যাসেঞ্জার-ইন্স্টার দুনিয়াতেও
ওদের অবাদ বিচরণ ।
ওরা কারা ? ওরা কি অসুস্থ !
মৃত আত্মার শরীর ??
নারী -ছবি , দৃশ্যপট ,অনলাইন--------
মুহুর্তে শত শত প্রেতাত্মা জড়ো হয়
শুরু করে ওরা পাথর ছোঁড়া
শব্দবৃষ্টি , বাক্যবৃষ্টি , দৃশ্যবৃষ্টির দ্বারা
ক্ষত-বিক্ষত করে ,
শুষে নিতে চায় লোলুপ জিহ্বায় ---------
অমোঘ কালের তৃষ্ণা !
জুড়াতে চায় দেহমন শরীর !
চাই -চাই ,আরো- আরো , আরো বেশী করে চাই
শরীর -শরীর, শরীর !
কে দোষী ? কারা দোষী ?
কি অসুখ ?
এভাবে , প্রেতাত্মারা পায় কি আত্মার সুখ ??
আজো ঘুমের মধ্যে চমকে উঠি
প্রার্থনা করি অমোঘ শক্তির কাছে
যদি তুমি সত্যিই থাকো
তবে হানো সেই শুভশক্তি
পরাজিত হোক অশুভশক্তি
জাগুক সমাজ ,দেশ-দেশান্তর ।।
----------------এ এফ এম বাইতুল্লা
২৯/০৭/২০১৮
No comments:
Post a Comment