Tuesday, July 17, 2018

০৩ . মাটি

মাটি -মাটি , মাটি তো নয় !
ও-মা সোনার চেয়েও খাঁটি ,
মাটি হতেই জন্মেজাত
সকল ঘটি-বাটি ।
মায়ের নামে বেচে মাটি
আনো সোনার বালা ,
টাকা দিয়ে যায় কি পাওয়া
মায়ের ভালোবাসা  ?
মাটি-মানুষ , মাটিই   ঠাকুর
ও-মা মাটি দিয়েই গড়া ,
যত‌ই তারে সোনায় মোড়ো
বাড়ে কি মনের শোভা !
মাটির প্রদীপ , সোনার প্রদীপ
করে অন্ধকারে আলো
সোনার প্রদীপ করে কি আলো
মনের যতো কালো  ?
সকল দেহ‌ই  মাটি হবে
কিম্বা পুড়ে ছাই ,
ভবার মতোই আছেন  যে জন-----
সে জন বুঝি সাঁই  !
ধরাধামে দুখীর ঘরে
মাংসবেচা-কেনা ,
দেহ বেচে ,দেহ বাঁচে
বোঝে কে তার যন্ত্রণা !
মাটি নিয়েই মাতছো মাগো
মাটি এ উৎসব !
ধর্ম-অধর্ম ,রাজনীতি কি
এক আসনেই বশ !?

                    -----------এ এফ এম বাইতুল্লা
                                               ১৮/০৭/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...