Tuesday, November 26, 2019

১১৩ :: বিসর্জন

দাঁড়িয়ে জলের কাছাকাছি
শান্ত-স্ফটিক জল ডাকছে
তার কাছে ,
একটু মৃদুমন্দ বাতাস ; ছুঁয়ে গেল
আমিও অভিভূত !
ইচ্ছে ,অন্তত একবার জলের কাছে যাই ।
পা রাখলাম জলের কাছে
এক শিহরণ পা থেকে মাথায় ।
ইচ্ছে আর একটু এগিয়ে যাই
এবার হাঁটু পর্যন্ত নামলাম ,
এবার‌ও অনন্য অনুভূতি !
ইচ্ছে এবার একটু পরখ করে দেখি
অন্তত গলা-বুক,মুখ ডোবানোর আগে ।
উষ্ণ-হাত দুটি বাড়ালাম জলের দিকে
এক বিপরীত সত্তা , শীতল জলের ছোঁয়া !
চমকে উঠলাম ,সম্বিত ফিরল
উঠে এলাম জল ছেড়ে, দীর্ঘনিঃশ্বাসে !
যেমন আগমনীর পূর্বে , বিসর্জনের সুর বাজে !!

            - - -এ এফ এম বাইতুল্লা
                        ২৭/১১/২০১৯

Thursday, October 31, 2019

১১২ ::: সম্পর্ক

দুই মেরুতে দু-জন
মান-অভিমানের সুপ্ত জীবন !
প্রশ্নেরা আঁকি-বুকি কাটে - - -
স্মরণ না মরণ ??
মানস-সরোবরে , খুঁজে-ফেরে সন্ধানী-মন
আমরণ !!
হয়নি আইনের স্বীকৃতি
তাতে কি !?
মন-তো বাঁধা মানেনা ;
যেমন পদ্ম-পাতায় গড়িয়ে পড়ে জল
বড্ড নালুক দুটি মন !!

               এ এফ এম বাইতুল্লা
                      ৩১/১০/২০১৯

Wednesday, October 30, 2019

১১১। ::: কলঙ্ক

আঁধারের বুক চীরে জ্বলে ওঠে আলো
সে আলোর গায়েও লেগে কলঙ্ক কেন ?
কলঙ্ক নয় কলঙ্ক নয় কল্কাবতী সে - - -
কষ্টগুলো কল্কা আঁকায় আল্পনা সে আঁকে ।
গভীর রাতে আঁধার বুকে জ্বেলে দিতে আলো
জোৎস্না-আলো ছড়িয়ে দিয়ে কষ্ট বহে গেল ।

            এ এফ এম বাইতুল্লা
                   ৩০/১০/২০১৯

Saturday, October 19, 2019

১১০ : : Add-ফ্রেন্ড

লেন্সে ভেসে ওঠে মুখ
সোয়াইপে আঙুল ,
পর পর আসতে থাকে,
যুবক-যুবতী,পৌঢ়,বৃদ্ধ লুক ।
সন্ধানী-মন খোঁজ করে যখন
কাচের দেয়ালে আনমোন !
একটা মুখ ;
এক-সময় মোহভঙ্গ !
আঁধার সরে ফরসা-আলোয়
নির্ঘুম চোখে নেমে আসে ঘুম !!

                 এ এফ এম বাইতুল্লা
                         ২০/১০/২০১৯

Monday, October 7, 2019

১০৯ : : কে আছে ??

ক্রমশঃ রাত গভীর হয়, চোখ বুঁজে র‌ই
বিছানায় ছটফট করে একটা অবুঝ মন !
মাথার মধ‍্যে গিজগিজ করে হাজার প্রশ্ন
কে দেবে সদুত্তর ?
ইচ্ছে গুলো কেমন বদলে যাচ্ছে ,
ভেসে যাচ্ছি অন্য জগতে !
কে আছে  , ধরে রাখতে পারে  আমাকে ?
কে পারে  ফিরিয়ে দিতে পার্থিব ইচ্ছে গুলোকে ?
কে আছে  ?
ফিরিয়ে দিতে পারে আমার আমাকে !!

               - - - এ এফ এম বাইতুল্লা
                              ০৮/১০/২০১৯

১০৮ : : অনুভব

তুমি নেই , অথচ আছো
দূরে কিংবা কাছে ।
দূরে রহো ,পাছে ধরা পড়ো
সেই ভয়ে ??

           - - -এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Sunday, October 6, 2019

১০৭ : : দেখা হয় ,কথা নয় !

একটা যন্ত্র নিয়ে খেলা করছি
শুধু আমি ন‌ই , ছোট-বড় সক্কলে ।
বিশ্বায়ন !
দুনিয়াটা হাতের মুঠোয় নেবার চেষ্টা করছি
অথচ , মন ঘরকুনো ব‍্যাঙ !
ভাবছ কেন বলছি ?
যেমন ধর , আমরা রোজ যাই মাঠ,ঘাট,অফিস, বাজার
পরিচিত কে পেলে দু-দন্ড কথা বলি;মনটা জুড়ায় ।
আর এখন যন্ত্রের-স্ক্রিন-এ রোজ দেখা হয়
তোমার সাথে আমার আর আমার সাথে তোমার
অ্যকটিভ স্ট্যাটাস দেখলে ইচ্ছে হয় আলাপ-চারিতার।
কিন্তু ইনবক্সে পৌঁছেই মনে পড়ে অনেকের-ই সাবধান বাণী !
বন্ধু করেছি মানে ইনবক্সে কথা নয় - - -
থামিয়ে দেয় একটা ভয় !!
রোজ আসি , রোজ দেখা হয়
অথচ কথা নয় ।
যন্ত্রে লম্বা হয়েছে বন্ধুত্বের হাত
কোথাও জমাট বাঁধছে অন্ধকার !
কিভাবে সম্ভব এর সৎকার ??

         - - - এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Saturday, October 5, 2019

১০৬ : :প্রয়োজন না বন্ধন !? : :

অনেকদিন ধরে হাঁটছে দুজন
একে অপরকে খুব প্রয়োজন ।
গল্পে-গানে ,রসিকতায়, উন্মোন দুটিমন
মিষ্টি জলে নোনা জলের মিশ্রণ
একে-অপরকে ,সত‍্যিই খুব প্রয়োজন ।
হঠাৎই একদিন জানতে ঈচ্ছুক একটি মন
কতটা দৃঢ় বন্ধুত্বের বন্ধন !?
প্রতিদিন টোকা মনের দরজায় - - -
আজ প্রথম একটু আঘাত !
প্রশ্নবাণে ফিরে আসে প্রত‍্যাঘাত !!
কে তুমি ? কি চাও !?
ভেঙে যায় মন, বন্ধুত্বের বন্ধন !
ফিরতি মন বলে আনমোন
দরজা যেখানে বন্ধ - - -
আলো সেখানে কিভাবে প্রবেশ করবে !?

                 এ এফ এম বাইতুল্লা
                          ০৬/১০/২০১৯

Friday, October 4, 2019

১০৫ : : আবাহন : :

ক্লান্ত-শরীর ছড়িয়ে বিছানার উপর
তারপর ?
ঘুমের মধ্যে জেগে মন !
একজন ।
তন্দ্রায় খোঁজ চলে তার
কার ?
ক্রমে রাত গভীর ,আকাশে আবীর !
মধ‍্যাহ্নে কৃষ্ণচূড়া ;
মনে পড়ে কি তোড়া ??
ক্রমে অপরাহ্নে বেলা
মনের ভিতরে মন ,মত্তলীলা ;
আবীরে আবির ছোঁয়ায় গোধূলিবেলা ।।

              - - -  - - এ এফ এম বাইতুল্লা
                               ০৫/১০/২০১৯

Monday, September 30, 2019

১০৪ : : হেনা তুমি কি আসবেনা ??

ছোট্ট ছোট্ট কথা আর মিষ্টি হাওয়ায়
আবেগের পাখা আজ মেলছে ডানায়
হিজিবিজি উড়ো-চিঠি আর কত কথা
আমাদের সেই প্রথম দেখা - ---!!

সেই আকাশের বুকে আজ মেঘ !
তাই ক্রমশঃ বাড়ছে উদ্বেগ !!
পালেতে ব‌ইছে এক উদাসী হাওয়া
হেনা তাই তুমি কি আসবেনা ??

সেই নদীর বুকেতে আজ ঢেউ !
বুঝি তোমাকে ডাকছে অন‍্যকেহ !!
হেনা তাই তুমি কি শুনছো না ?
হেনা তুমি কি আসবে না !?

রাত হয়েছে অনেক টা গভীর !
তবুও এখন জেগেই আবীর !!
হেনা কেন তুমি দূর-সুদূরে ??
এই দেশটা আমার জানা
হেনা কেন তুমি ফিরবে না ??

কেহ কি করেছে মানা ?
আমি ও এঁকেছি তোমাকে আল্পনায়
সেকথা কি তুমি জাননা ??
হেনা তুমি কি আসবেনা ?
হেনা সত‍্যিই কি তুমি ফিরবে না !?

             - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ৩০/০৯/২০১৯

Friday, September 27, 2019

১০৩ : : আগুন : :

কোথাও লেগেছে আগুন !!
কিভাবে আগুন টা নেভে , সেটাই ভাবুন ।
কোথাও জ্বলছে আগুন !!
সমস্বরে বলছো ভাগুন ভাগুন
আমি বলি থামুন থামুন
সঠিক-টা জানুন
না-হয় আর একটু ভাবুন ।
আমরা জানি - - -
কিছু ঘটছে মানি ।
ম‍্যাসেনঞ্জার-ওয়াট্স‌অ্যপে ঘুরছে ছবি
না-বুঝে শেয়ার তক্ষুনি
এটাই কি সমাধানের পথ ??

কোথাও জ্বলছে আগুন !!
আমরা চাই শান্তি ফিরে আসুক
চাইনা সেই আগুনে বাকী দেশটা জ্বলুক !!

যদি হন  দায়িত্বশীল ভারত-মাতার একজন
তবে  মূখের স্বর্গে নয় !
সঠিক জানুন, ভাবুন- - -
তারপর না-হয় - - - !!

            - -   - এ এফ এম বাইতুল্লা
                           ২৬/০৯/২০১৯

Tuesday, September 24, 2019

১০২ :: ইতিহাস ::

তখন ১৯৯৮ সাল
আর আজ ২০১৯
মাঝে কেটে গেছে ২১টা বছর !
আজকাল আর পাইনা তোমার খবর ।
প্রতিদিন তোমায় একটু একটু করে পড়ি
রাজপথ, চেনা-অচেনা গলি ।
পড়তে পড়তে কত রাত হয়েছে ভোর
তবুও ভুলিনি তোমাকে দেওয়া শপথ ।
এখন‌ও শেষ পৃষ্টায় পৌঁছানো সম্ভব হয়নি !
কখনও পৃষ্টা উল্টাতে উল্টাতে স্বর্ণযুগে পোঁছে গেছি ।
না , আমি শাহজাহান ন‌ই
অষ্টম আশ্চর্যের কিছু গড়ার সাধ‍্য আমার নেই !
একটা যমুনা রয়েছে বটে, তবে তার জল‌ও শুখিয়েছে কবে !
একটা মহল না হলেও আছে ছোট্ট একটা ঘর
যেখানে জ‍্যোৎস্নার প্লাবন খেলা করেনা
শুধু আরশি দিয়ে তার আগমন সম্ভব ।
মন-যমুনায় রোজ জোয়ার আসে
তুমি জানোনা ??
সেই জোয়ারে রোজ তোমাকে হাসাই-কাঁদাই
নিজেও ভাসি - - -!
আর এক আকাশ স্বপ্ন দেখি
তোমার-আমার
গড়া আর ভাঙার !!

               - - - - এ এফ এম।বাইতুল্লা
                               ২৪/০৯/২০১৯

Saturday, September 21, 2019

১০১ :: রোজনামচা ::

আমি যদি সূর্য হ‌ই , তুমি হ‌ও  চাঁদ
দূরে থেকেও আলোর মায়ায় বাঁধবো তোমায়।
সংসারে আসা-যাওয়া চলে নিরন্তর
তুমি আছো ,আমি আছি অন্তরে -অন্তর ।
দিনান্তে কাজের পরে অপরাহ্নে বাড়ি
জাননা , প্রেম-বিরহে আড়ি ??
ভোর না হতেই কাজের তাড়া - --
আজ হোকনা একটু দেরী !
দুজনে আজ গান হয়ে যাই - - -
গানে প্রভাত-ফেরী ।।

আস্তে-ধীরে কহে শশী - --
মধ‍্যাহ্নে আলোয়-প্রভা বড্ড ব‍্যস্ত তুমি !
তখন আমি বিরহে-জ্বালায় মুখ লুকিয়ে রাখি ।
অপরাহ্নে ক্লান্ত শরীর , বাড়ী ফেরার পথে
আমিও তখন ফিরে আসি তোমায় পাব বলে ।
পূর্ণিমাতে তোমার আলোয় আমিও আলোকিত
তোমার গুণে আমার রূপে জগৎ চমকিত ।
জোৎস্না-রাতে প্রেম পিরিতে আমিও হাবুডুবু
মিলন শেষে প্রভাতফেরী আবার নূতন করে শুরু ।
এমনি করে প্রত‍্যহ রাত জোগাই তোমায় - - -
বাঁচার রসদটুকু ।।

                - - - - এ এফ এম বাইতুল্লা
                              ২১/০৯/২০১৯

Saturday, September 14, 2019

১০০:: স্বাধীনতা ::

বস্তির এক ঘুপছি ঘরে ওদের বাস ।ওদের সঙ্গে ওদের খাঁচায় আছে একজোড়া সাদা পায়রা ।সকাল না হতেই দিদি তপুকে ঘুম থেকে জাগিয়ে বলে, ওঠ, জানিসনে আজ স্বাধীনেতা ? লজেন্স-বিস্কিট আনতে যাবিনে ? ছোট্ট তপু দিদিকে জিগায়, স্বাধীনেতা কী দিদি ? লজেন্স-বিস্কিট ?? দিদি তপুকে বলে, ঐ যে ঐ দ‍্যাখ ,আকাশে উড়ে যায় ওরা , ঐ তো স্বাধীনেতা ।ছোট্ট তপু দিদিকে বলে তবে মা-বাবা ওরাও স্বাধীন !?কাল রাতে তুই যে বললি ওরাও আকাশে আছে !তবে ওরা আর আসে না কেন ??দিদি তল পায়না ছোট্ট তপুকে কি বলবে ! হঠাৎ দিদি হাট করে দরজা খুলে ফেলে আর তপুকে নিয়ে বেরিয়ে আসে খোলা আকাশের নীচে, তখন ঝলমলে সূর্যালোক আকাশে পরিযায়ীরা মেলেছে ডানা ।দিদি পায়রার খাঁচাটিকেও বাইরে আনে আর খুলে দেয় খাঁচার দরজা , সাদা পায়রা দুটিও মেলে দেয় ডানা আনন্দে দূর-দিগন্তে । সূর্যের আলোয় ঝকঝক করছে ওদের ডানা ।ছোট্ট তপুও আনন্দে আটখানা ।দিদি ভাইকে জিগায় বুঝলি স্বাধীনেতা ??একসময় দূরে দূরে ছোট্ট হতে হতে পায়রা দুটি দৃষ্টির আড়ালে চলে যায় ! ছোট্ট তপু একদৃষ্টে তাকিয়ে থাকে খোলা আসমানের দিকে ।দিদি অতি ধীরে ভাইকে বলে ওরা আর ফিরবে না ! মা-বাবাও আর আসবে না !!

                   এ এফ এম বাইতুল্লা
                         ১৫/০৮/২০১৯০

Thursday, September 12, 2019

৯৯ :: জীবন স্রোতে ::

একটা কিছু প্রতিক্ষায় জেগে আছে নদী
এখন সে ঋতুমতী ।
জোয়ারে ফেনায় ফেনায় - - -
ভোররাত্রে এলো তুফান ,
ঝোড়ো হাওয়ায় নেচে উঠলো নদীর বুক
এক কাঙ্খিত পার্থিব সুখ ।

জলের ভিতরে ঢেউয়ের ভেঙে পড়ার শব্দে
মাতাল তখন নদী
দু দিকেই ঢেউ ভীষণ রকম
প্রকৃতির বুকে তুফানের আত্মসমর্পণ ।
ক্রমে শান্ত হয় নদীর বুক
এক আকাশ প্রাপ্তিসুখ ।

প্রভাতে পাখির গান
জীবনের জয়গান
প্রবাহমান জীবন-স্রোত ।।

           - - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ১২/০৯/২০১৯

Friday, August 30, 2019

৯৮ :: অপেক্ষায়। ::

অপেক্ষায় দুই প্রান্তে দুটি মন
সময়ের কাঁটা সেকেন্ড ছুঁয়ে, মিনিট ছাড়িয়ে ঘন্টায় ।
মান-অভিমানের পালা চলে দীর্ঘক্ষণ !
একটা কলিংবেলের অপেক্ষায় দুটি মুখ
আকাশ-মেঘে গুমরে কাঁদে বুক !
কবে আসবে বৃষ্টি ভেজার সুখ ?
একসময়, কোন এক প্রান্তের সবুজ আলো নিভে যায় !
অপেক্ষায় অপর প্রান্তের সবুজ আলোটিও নেভে একবুক হতাশায় !!
আবার কখন জ্বলে ওঠবে দু-প্রান্তের সবুজ সিগন্যাল !?
একটা মিস্টি বাতাস বয়ে যাবে বন্দর থেকে বন্দরে
দূর থেকে ভেসে আসবে কোন এক নব-যাত্রার সাইরেন ধ্বনি !
দুটি মনে জেগে ওঠবে একসাথে চলা হাজার সৈন‍্যের প্রতিধ্বনি !
আমরা আসছি ,আমরা আসছি
খুব কাছাকাছি
খুব কাছাকাছি ।।

          - - - - - - এ এফ এম বাইতুল্লা

Wednesday, August 28, 2019

৯৭। :বাবা। :

বাবা কথাটি বড্ড ছোটো , সহজে যায় বলা
বাবাই আদর্শ , প্রথম পথচলা ।
বাবাই প্রাণের সূর্য , জ্বেলে ছিল আলো
সে-আলোর পরশ পেয়ে , জীবন ধন‍্য হল ।
বাবা এক স্বর্ণ-প্রদীপ , প্রাণ-প্রদীপে আলো
বাবা মানেই জগৎ-সেরা ভালোর থেকে ভালো ।
বাবা মোদের জীবন-চরিত , স্বপ্নে মধুকর
বাবা হলেন জ্ঞান-সমুদ্রে রত্নের-আকর ।
বাবা মানেই একটা আলো ,জীবন দিশারী
বাবা হলেন জ্ঞানচক্ষু , আন্ধচোখে মণি ।
বাবা মানেই মিষ্টি-মধুর একটু দখিন হাওয়া
বাবা এলেই তাঁর কাছেতে সকল চাওয়া-পাওয়া ।
আঁধার হলে বাবার কোলে নিশ্চিন্তে ঘুম
বাবার সনে সব খানেতে আনন্দে-মরশুম ।
বৃদ্ধকালে বাবা ছেলে , ছেলে বাবা হয়
নয় বৃদ্ধাশ্রম !
হোক ছেলেই বাবার নিশ্চিন্ত আশ্রয় ।
বাবা এক নির্ভরতা , মহান বটবৃক্ষ
তাঁর শূন‍্যতায় মন মরুভূমি সম রুক্ষ !
সূর্যাস্তে !!
চাঁদের আলোয় ধরণী আলোকময়
বাবা গেলেও তাঁর আদর্শে জীবন ধন‍্য হয় ।
বাবা হলেন মাথার মণি , অদৃশ‍্য শামিয়ানা
বাবা আছেন রক্তে মিশে শরীরে তাঁর ছায়া ।
বাবা মানেই একটা আকাশ ছড়িয়ে সীমাহীন
সেবা-দানেই পুত্র পারে মেটাতে পিতার ঋণ ।।

             - - - - এ এফ এম বাইতুল্লা
                     

Tuesday, August 13, 2019

৯৬। :: শিলা যাচ্ছো কেন চলে !! ::

আকাশটা আজ গম্ভীর !
তানপুরায় বাজছে-না সঙ্গীত !
শিলা যাচ্ছো কোথায় চলে  !
জানতে হয়না-কি ইচ্ছে ?
আমার মনটা কি বলছে ??

শিলা যাচ্ছো কেন চলে !
শুধু একবার মনে হলে
আসতেই পারো ফিরে
পুরোনো পথের বাঁকে ।।

শিলা আমায় না বলে- - - -
কেন যাচ্ছো চলে ?
ইচ্ছে হলেই বাড়াতে পারো হাত
নূতন করে শুরু করবো আবার !!

শিলে আমি-কি তোমার পর ??
তুমি আসলেই- - - - - -
আবার বাঁধবো ঘর
আমায় করতে পারিস নির্ভর ।।

তবু তুমি যাচ্ছো কেন চলে !
শুধু একবার দাও বলে- - -
আমার কি অপরাধ ??
আমিও -তো  যেতে পারি বদলে !!

শিলা তবু যাচ্ছো কেন চলে !?
আমায় পুড়িয়ে হোমানলে !
শুধু একবার যাও বলে - - -
আকাশের তারাকে সাক্ষি রেখে
আমিও -তো ভালোবাসি- - - -
বড্ড তোমাকে !!

       - - - - এ.এফ.এম.বাইতুল্লা

Wednesday, August 7, 2019

৯৫। :: তোমার‌ও কি এমন হয় !? ::

প্রতিদিন ভাবি স্টিয়ারিঙ ঘুরিয়ে অন‍্যপথ ধরি 
কিন্তূ,জানিনা !কেন তা পারিনা ?
আজ ঠিক করলাম,সত‍্যিই অন‍্যপথে যাই
যেইনা পা বাড়িয়েছি----
ঠিক তখনি , তুমি হাত রাখলে কাঁধে
আমিও অবাক !
আবার‌ও ফিরে আসি চেনা রাস্তায় ।
এরকম কতবার হয়েছে দিনে-রাতে পথে-হোয়াটস্অ্যপে !
এখন মনে হয়,শুধু আমার নয় , তোমাদের‌ও ------
আমাদের প্রকাশ‍্যে-----
তোমাদের অপ্রকাশ‍্যে ।।

           এ.এফ.এম.বাইতুল্লা

Friday, August 2, 2019

৯৪ : : তুমি বলেছিলে - - - - - ! ::

হয়তো ছিলোই যাবার !
তাই বলেছিলে বার-বার
দেখা হবেই আবার !
তাই রাত গভীর হলে
স্বপ্নেরা ডানা মেলে ,
খুঁজে-ফিরি রোজ
এভাবেই রাত কাটে !
হয়ে যায় ভোর
তখন স্বপ্নে বিভোর !!

তুমি বলেছিলে একবার
নূতন সুর্য ওঠবে আবার
জীবনের অলি-গলি ফেলে
আবার কোন রাজপথে !
সেই নূতন দিনে-----
তুমিও আসবে ফিরে ,
সেই তোমার আসার-আশায়
আর চোখের তারায় -----
কত রাত যে পোহায় !
তুমিও পড়ছো ধরা
গান আর কবিতা-খাতায় !!

     - - - - - - -  এ.এফ.এম.বাইতুল্লা

Thursday, August 1, 2019

৯৩। :: অতীত ::

দেখছি তুমিও ছুটছো
তবে যেভাবে বলি,ঠিক সেভাবে নয় !
এভাবে কি সম্ভব ? হ‍্যাঁ, হয়তো কিছুটা !
তবে শীর্ষে নয় ।
কেনো জানো ?
তুমি বাইরের আলোটা জ্বালিয়েছো,
ভিতরের নয় !
বার বার বলি, বুঝতে চেষ্টা করো
এটা প্রচেষ্টা মাত্র, সাধনা নয় ।
শোনো প্রত‍্যেককে বলি---
যদি ইপ্সিত লক্ষ‍্য ছুঁতে চাও
তবে বাইরের নয় ,ভিতরের আলোটা জ্বালিও ।
দেখো, সেই আলোই তোমাকে পথ দেখাবে ।
আর অনেকটা এগিয়ে যাওয়ার পর---
পিছনের বাতি গুলোকে ভুলোনা যেন !
তারাও তোমাকে পথ চলতে আলো দিয়েছিল ।
আর যখন তুমি অনেক উপরে, সকলের লক্ষ‍্যে
ঠিক তখন, মাটিতে দাঁড়ানো ওদের ?
হেলায় ফেলোনা , ওদের‌ও মনে রেখো ---
ওরাই তো সফলতার আসল চাবি ।
আর ওই দূরে !
ভিড়ের পিছনে দাঁড়ানো একজন -----
মনে পড়বে কি ??
তখন হয়তো সব-ই অতীত !!

                   ---------- এ.এফ.এম.বাইতুল্লা

Friday, July 26, 2019

৯২ :: সাবধান ::

প্রত‍্যেকের পকেটে রয়েছে ছোট্ট ছোট্ট ঢিল
সেগুলো ইচ্ছেমতো ছুঁড়ে দিতে পারো।
একটি ঢিল যদি ছুঁড়ে দাও জলের বুকে
তবে সে তরঙ্গ তুলে সাড়া ফেলে জলের ভিতরে ।
আর যদি ছুঁড়ে দাও ক্ষিপ্ত জনতার মাঝে
তবে সেও ফিরবে প্রত‍্যাঘাত করতে ।
সমাজ,ধর্ম,রাজনীতি সর্বত্র-----
এক-ই নিয়ম-রীতি ।
তাই ভাবনাটা হোক-----
ছুঁড়ে দেবার আগে,পরে নয় ‌।
বিকৃতমনা কতিপয় সযত্নে পকেটে রেখেছে
এমন কিছু ঢিল !
সুবিধা আদায়ে ওরা মনের দুয়ারে দিয়েছে খিল ।
দেখো ভারতবর্ষের মানচিত্রে
অশনি-সঙ্কেত ছড়িয়ে-----
সাবধান জনগণ !
ঝড় দেখেছো ?বঁনগা-দেগঙ্গা,পানিহাটি-বিধাননগর !
ধর্ম-বর্ণ নির্বিশেষে----
ভুলি জাত-পাত, রুখে দিই ওদের কালোহাত ।
ধর্মে-কর্মে চাকরীস্থলে যে যার স্থান---
জাগুক মনুষ‍্যত্ব, বা‍ঁচুক সম্মান ।।

              ------- এ .এফ.এম. বাইতুল্লা

Monday, July 22, 2019

৯১ : তুমি চাইলেই ......

তুমি আসলেই জোয়ার আসে ------
তুমি চাইলে ভাঁটা ,
তোমার হাতে জীবনকাঠি যেমন ইচ্ছে নাচা !
তুমি আসলেই পূর্ণিমা চাঁদ আকাশভরা তারা
তুমি ভাঙলে আকাশ আঁধার,অমাবস‍্যায় ভরা ।
তোমার আশায় ভোরের আকাশ,শুকতারা জেগে রয়
তুমি এলেই ভোরের তিতির মিষ্টি কথা কয় ।
তুমি এলেই একটা সকাল নূতন করে শুরু
তোমার বিরহে রাখাল বাঁশি, বাজে বিরহ-বিধুর !
তোমার সনে দুপুর-রোদে আনন্দে ভরপুর
অপরাহ্নে তোমার মনে  মিঠেল রোদ্দূর ।
তোমার উঁকি মেঘের থেকে কানামাছির খেলা
তুমি না এলেই বাউল-মন ভাসে উদাস-ভেলা !
তুমি এলেই বাতাস ফেরে হাসি ,খুশি-খুশি
তাই তুমি ডাকলেই , এক ছুটে তোমার কাছে আসি ।
তুমি এলেই বৃষ্টি হবে, তুমি চাইলে ঝড়
তোমার হাতে জীবন-কাঠি যেমন ইচ্ছে হয় !
তুমি এলেই গোধূলিতে আকাশভরা রঙ
তুমি গেলেই আঁধার নামে, চলে আলতো-আলাপন !
তুমি আসলেই জোয়ার আসে, তুমি চাইলেই ভাঁটা
তোমার হাতে জীবন-কাঠি যেমন খুশি নাচা !!

                 -------- এ.এফ.এম. বাইতুল্লা

Saturday, July 20, 2019

৯০ : গুটকা :

পারিনা ! পারিনা !
আর চুপ থাকতে পারিনা !
এসব কি দেখছি ?
আমরাও বসন্ত পার করে এসেছি ।
তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম---
একপ্রকার চতুষ্পদ জাবর কাটে ।
আর এখন দুই-কুড়িতে জানছি-----
একপ্রকার দু-পেয়েও জাবর কাটে ,
শুধু ধরণের হেরফের ।
অবোধ জাবর কাটে পাচনের জন‍্য ,
এরা ! সতত ।
যত্রতত্র বমি, শ্রী-হীন পরিবেশ !!
বলি ওরে শুনছিস ?
অনুন্নত প্রাণী নিজের ভালোটা বোঝে
আর তোমরা -------??
দিনে দিনে শরীর ! পাকানো কাতাদড়ি !!
রাতে-দিনে ঘুম নেই ,
জিহ্বার স্বাদ কবেই পাত্তাড়ি গুটিয়েছে !
কলগেটের দাঁত বৈদ‍্যনাথের দন্ত মানজন !!
তবুও চলে পচ্ পচ্ , ছিঃ ! ছিঃ !
যখনি বলি, এমন একটা ভান করো -----
এখনি মুক্তি , কিন্তূ তথৈবচঃ ।
কবে ? কবে ? আর কবে মুক্তি হবে ?
কালের নাগপাশ থেকে !
এখন‌ও সময় আছে ---
পারো তোমরাই পারো ,
নিজেকে মুক্ত করতে ------
দশকে সুস্থ রাখতে ।।

        ----------- এ.এফ.এম. বাইতুল্লা

Friday, July 12, 2019

৮৯ : তোমার জন‍্য :

ভাবি তোমার কাছেতে আছি
অনুভবে তোমার চোখেতে চোখ রাখি ।
কিছু দুঃখ-কষ্ট ভুলি !
প্রতিদিন তুমি , একটু একটু করে
যতো দূরে যাও সরে
সতত তোমাকেই পাই ,জ্বলে-পুড়ে ছাই !
প্রেমের হোমানলে ।
তুমি যদি যাও ,মিশে যেতে চাও---
পদ্মায়-মেঘনায়
তোমার নাম লিখে যাই রোজ ---
আকাশে-মেঘের গায় ।

তুমি যদি চাও এনে দিতে পারি একমুঠো রোদ্দুর
তোমার জন‍্য পার হতে পারি সপ্ত-সমুদ্দুর ।
তুমি যদি চাও বৃষ্টি হবে , তবে শ্রাবণ-আকাশ হতে পারি
তুমি যদি চাও তোমার জন‍্য স্বপ্নের ঘর বাঁধি
তুমি যদি যাও, চলে যেতে চাও----
আমার সে-ঘর ভাঙি !
তবে তোমার বিহনে বিরহ হতে পারি !
তুমি যদি চাও তোমার জন‍্য আকাশ ছুঁতে পারি
তুমি যদি বলো তোমার জন‍্য নিঃস্ব হতে পারি !
তুমি যদি চাও তোমার জন‍্য হতে পারি ইতিহাস
তুমি যদি চাও তোমার জন‍্য হয়ে যাবো দেবদাস !
তুমি যদি চাও জটাধারী মেঘ,কৃষ্ণ-সরোবর
আমি তো মানুষ,দেবতা ন‌ই-----
তাই তোমার বিহনে হতে পারি যাযাবর !
তুমি যদি বলো বিদায় বন্ধু , সবটাই ছিলো মিথ‍্যে
আমি সয়ে নেবো সব , শুধু পারবোনা সেই মিথ‍্যেটা লিখতে !
তুমি যদি চাও দিতে পারি তাও মুক্তি-স্বাধীনতা
তুমি যদি বলো বিদায় বন্ধু------
আলবিদা ! আলবিদা !
তবে মানবোনা ! মানবোনা !
--------------------!!-------------!!
 
       ------------- এ.এফ.এম. বাইতুল্লা

Monday, July 8, 2019

৮৮ :: আবেশ ::

একজনকে খুঁজছি
কাকে ?
তোমাকে !
কেনো ?
বলবোনা তো !
বেশ তবে যাই ---
গুডবাই ।
আরে-আরে, শোনো -শোনো
বলো , যা বলার বলো
কেমন আছো ?
ভালো ,
আর মনের আকাশ !
বোঝার নেইকো অবকাশ
বেশ !
একটু স্মৃতি , একটু আবেশ !!

              ----------- এ .এফ.এম. বাইতুল্লা

Wednesday, July 3, 2019

৮৭ : ঈশ্বরকেও জন্ম দিতে পারি !!

তোমার চোখেতে রাখি চোখ
ভুলি দুঃখ-কষ্ট, শোক ।
প্রত‍্যুষে পুবের আকাশে রয়
লাল রক্তিম আভায় পূর্ণময় ।
ভেসে ওঠা আঁখীর ভিতরে আঁখী
অনুভবে লিওনার্দো-দ‍্য-ভিচ্ঞি ,
রঙ তুলি নিয়ে শরীরি দরজায় ।
কম্পন ওঠে ওষ্ঠে
শিল্পীর বুকেও ওঠে ঝড়
শুরু হয় বৃষ্টি ।
দুইয়ের মিলনে নবসৃষ্টি !
এভাবেই স্রষ্টার ভিতরে সৃষ্টি ।
কে কহে
"আমি ঈশ্বরকেও জন্ম দিতে পারি " !!??

              --------- এ.এফ.এম.বাইতুল্লা

Tuesday, July 2, 2019

৮৬ : দূরে গেলে দূরে নয় ....

দূরে গেলে দূরে নয় ......!
কাছে এলে কাছে নয়....!
মনপাখি  দুয়ে-একে কথা কয় ।
দূরে গেলে দূরে নয়........!
কাছে এলে কাছে নয়.....!
মন-মনে দুয়ে-একে কথা হয় ।

যদিও সে আলেয়ার আলো হয় !
ভয় নয় ! ভয় নয় !
দূরে গেলে কাছে  হয়
কাছে এসে দূরে রয়
জানোনাকি , ভালোবাসা কিসে হয় ?

দূরে গেলে দূরে নয়.......!
কাছে এলে কাছে নয়....!
মন মনের  আশ্রয়
ভালোবাসা বেঁচে রয় ।

ভালোবাসা জানি জানি
সেও বড়ো অভিমানী
নয় মন নিয়ে ছিনিমিনি ,
একে-দুয়ে  কানাকানি
চলে সেথা দিবা-নিশি ।
দূরে গেলে দূরে নয়.....!
কাছে এলে কাছে নয় ...!
--------------------------------- !
----------------------------------!

          এ.এফ.এম.বাইতুল্লা

Saturday, June 29, 2019

৮৫ : জিজ্ঞাসা :

রাত যতো গভীর হচ্ছে , অন্ধকারের গভীরতাও ততো বাড়ছে
আর তোমার আসার প্রত‍্যাশাও ততো বাড়ছে !
হঠাৎ ই ঘুমন্ত মাছের চোখে জ্বলে ওঠে আলো
সে আলোর পথে তোমাকে স্পষ্ট দেখি !
দুই নির্মিলিত চোখ ,অধরে স্পন্দন‌ও !
বজ্রের শিখায় জ্বলে ওঠে ,হৃদয়ে আশার আলো ।
একটার পর একটা শব্দ ছুটিয়ে দিই
পর পর ছুটতে থাকে শব্দ-লাইন ,
একটা সময় ছুটন্ত ঘোড়া p.m. থেকে a.m. এসে থামে ।
নৈতিকতার প্রশ্নে !
কে এসেছিল ?
কেন এসেছিল ??
আছে জিজ্ঞাসা যতো সব !!

     ------- এ.এফ.এম .বাইতুল্লা

Thursday, June 27, 2019

৮৪ :অহঙ্কারের পতন :

যার কোলে তার জন্ম হলো
তারেই বলে দূর্ দূর্ ,
কেমন আমি যাই ভেসে যাই---
দ‍্যাখ , ফুর্ ফুর্ ফুর্ !
আকাশ কহে হেসে
কার বুকে সে ভেসে ?
মেঘ কহে উচ্ছঃস্বরে ,
এখন আমি অনেক বড়ো---
আকাশে মোর ঘর
মাটি সে-যে বড্ড নরম ---
দশ চড়েতে মুখেতে নেই-"র" ।
ক্ষণে ক্ষণে বাড়ছে ওহে ---
বাড়ছে আমার দেহ ,
বাড়তে বাড়তে একদিন তাই
তোমায় ঢেকো দেবো ।
যারা তোমায় মহান বলে ,
আসলে তারা মূরখ
আসল-কথা জানেই নাতো,
আসলে তুমি শূন‍্য !
আকাশ হাসে মিটমিটিয়ে --
কি- যেন কয় ফিসফিসিয়ে ?
অহঙ্কারে পূর্ণ তুমি পতন সুনিশ্চিত
বড়োর থেকে আরো বড়োর র‌ইলো আশীষ ।
ক্রমে ক্রমে ফুলে ফেঁপে উঠলো মেঘের বুক
বাতাস তারে পাইয়ে দিলো শীতলতার সুখ ।
যক্ষুণি সে চোখ বুঁজিয়ে সুখের মত্তধামে
অমনি সে এক অলীক টানে মাটির বুকে নামে
অহঙ্কারে পতন আনে , কোনজনে না জানে !?

          --------  এ এফ এম বাইতুল্লা

Monday, June 24, 2019

৮৩ : অবক্ষয় :

দিনের আলোয়-----
অনুভব করতে চেষ্টা করি
ওপিঠের অন্ধকারের ছবি !
যারা জ্বালালো জ্ঞানের আলো
তাদের পিছনে ফেলে ---
চ‍্যানেলে-চ‍্যানেলে বিজ্ঞাপনে
যতো নেতা-নেত্রীর মুখ আনো !
দিশেহারা জনগণ-----
ভুরি ভুরি শূন‍্য প্রতিশ্রুতি, আস্ফালন !
সময়ের স্রোতে ভাসা মানুষ
ভেঙে দেয় তিল তিল করে গড়া----
স্থাপত‍্য , নিয়ম-কানুন !
আর যারা দিয়ে গেলো, সমাজের বুকে আলো
কালিমালিপ্ত হাত -----
আজ সেদিকেই ধায় কেনো ??
জাগো জাগো জাগো
বাংলার জণগণ যতো ।।

                    ----এ এফ এম বাইতুল্লা

Sunday, June 23, 2019

৮২ :সঙ্গম

সেই সেদিনের রাতে
খিল-খিলিয়ে হেসে
তুমি কি যেন বলছিলে ?
সেই হাসির-ই রেশে
মুক্ত ঝরে খসে !
আর যখনি সে---
গম্ভীর আকাশে
বুঝি ঝড়ের পূর্বাভাষ !

হঠাৎ-ই এক মোহন-বাঁশি
বাজিয়ে দিলাম ফুঁ
ঝির-ঝিরিয়ে বৃষ্টি নামে---
আকাশ গুরুগুরু ।

আর যখনি ঝড় থেমে যায়----
শান্ত নদীবুক
দুইপাড়ে দুই মোহন-বাঁশি
আনমোনা উন্মুখ !
আবার প্রাণে জোয়ার-বানে---
স্বপ্নে-জোছনায়
নদী ছোটে সাগরপানে---
মিলন-মোহনায় !!

          -------- এ এফ এম বাইতুল্লা

Saturday, June 22, 2019

৮১ : : পুর্নজন্ম :

হঠাৎ-ই বিন্দুতে বিন্দু, শুভদৃষ্টি
অবলার ঠোঁটে মৃদুলা হাসি-বৃষ্টি !
মুহুর্তে তীরের বেগে সম্মোহিত দৃষ্টি
কামিনীর বুকে প্রস্ফুটিত শুভ্র-কুসুম ।
কুসুমের দু-চোখে রাখি চোখ ,
বিশ্ব-ব্রম্ভান্ড ওলট-পালট হয়ে যায়
ছুটে চলি অনন্ত থেকে অনন্তে---!
সেও গঙ্গা হয়ে যায় ---
ধীরে ধীরে অবগাহন করি সে বুকে ।
পাপ-তাপ, কাম-নির্যাস নিঃশেষিত হয়ে---
নিস্পাপ-শিশুর মতোই পুর্নজন্ম !
এক শতাব্দি থেকে আর এক শতাব্দিতে উত্তরণ ,
জরা-জীর্ণ বসন্ত ফেলে নব-বসন্তের আগমণ  ।

           ------- এ এফ এম বাইতুল্লা

Thursday, June 20, 2019

৮০ : : কবি-প্রণাম

কবিতা ------
তুমি জানো !
কবিতা বলতে কি ?
কবিতা মানে একগাদা ব‌ই হাজার ইতিহাস
কবিতা বলতে লেখায়-গানে কবির নিরব প্রকাশ ।
কবিতা মানে মুক্ত খাঁচা উড়ন্ত এক পাখি
কবিতা বলতে কবিতার পাতায় জীবন্ত দুই আঁখি ।কবিতা মানে জ্ঞান-সমুদ্রে স্বপ্নে গাঁথা মালা
কবিতা হল সুপ্ত আগুন ধিকি ধিকি জ্বলা ।
কবিতা হল দশের ভাষা অন্ধের জ্ঞান-চোখ
কবিতা মানে প্রতিবাদ আর মিছিলে-গানে শোক ।
কবিতা হল হারানো মন আলপনা সে আঁকা
কবিতা মানেই রাত-পাখিদের সুপ্ত বাসনা ।
কবিতা হল ভিসুভিয়াস , সুপ্ত আগ্নেয়গিরি
কবিতা বলতে গোবি-সাহারায় ক‍্যাকটাসের ই ছবি ।
কবিতা মানে গুনগুন গান , গোপন অভিমান
কবিতা হলো ছন্দ কথায় স্বপ্নের নির্মাণ ।
কবিতায় অহিংসা , কবির এক লেখনী শক্তি
কবিতায় জটাধারী এক কবির প্রতি ভক্তি ।
কবিতায় দেখি আকাশে-মেঘে তোমার দুটি চোখ
কবিতায় সম্ভব জ্ঞান-সমুদ্রে আহ্লাদে-সম্ভোগ !
কবিতা মানে দেশের ছবি দশের ভক্তি সুর
কবিতা হলো ২৫ শে বৈশাখে ছবিতে কবিগুরু ।।

              ------- এ এফ এম বাইতুল্লা

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...